বাংলা নিউজ > ছবিঘর > Stone Pelting Ritual in Uttarakhand Temple: দেবী আরধনার জন্য চাই মানবরক্ত, উত্তরাখণ্ডের ‘পাথর ছোড়া’ মেলায় আহত ২৩০ ভক্ত

Stone Pelting Ritual in Uttarakhand Temple: দেবী আরধনার জন্য চাই মানবরক্ত, উত্তরাখণ্ডের ‘পাথর ছোড়া’ মেলায় আহত ২৩০ ভক্ত

উত্তরাখণ্ডের চম্পাওয়াতে বিখ্যাত ‘পাথর নিক্ষেপ’ মেলায় ২৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই মেলায় দুটি দল একে অপরের উপর পাথর বা ফল নিক্ষেপ করে থাকে। আঘাতের পর রক্তপাতকে স্থানীয় দেবী বারাহী দেবীর নৈবেদ্য হিসাবে বিবেচনা করা হয়।