Student's Credit Card Camp: প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রেন্সের ফল। এই আবহে এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিশেষ ক্যাম্প চালু করতে চলেছে রাজ্য সরকার। উল্লেখ্য, যাতে সহজ শর্তে ঋণ নিয়ে পড়াশোনা করতে পারে পড়ুয়ারা তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1/4ইতিমধ্যেই রাজ্যের ২৪ হাজার ছাত্রছাত্রীকে এই ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। সেটা আরও বাড়াতে চায় রাজ্য সরকার। উচ্চশিক্ষার জন্য আরও পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনতে চায় সরকার। (Saikat Paul)
2/4অনেক সময় দেখা যাচ্ছে, পড়ুয়ারা সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় কার্ড পেতে দেরি হচ্ছে। এই আবেদনকারীদের সাহায্য করার জন্য মঙ্গলবার সারা বাংলা জুড়ে বিশেষ ক্যাম্প করবে রাজ্য সরকার। এই বিশেষ ক্যাম্পগুলির নাম দেওয়া হয়েছে মবিলাইসেশন ক্যাম্প। (Saikat Paul)
3/4রাজ্য সরকার ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ঋণের পথ সুগম করেছে। ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে প্রায় ৬৫০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। এবার এই প্রকল্পকে আরও গতি দিতেই এই উদ্যোগ। প্রায় চার হাজার বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে এই ক্যাম্প করা হবে। (Saikat Paul)
4/4আগামী ৩০ জুনের মধ্যে ব্যাঙ্কে পড়ে থাকা ৪৫ হাজার আবেদনের দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকারে। এই ক্যাম্পে গিয়ে ছাত্র-ছাত্রীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমোদন পাওয়া সত্ত্বেও যারা পরবর্তী পদক্ষেপের জন্য এখনও কাগজপত্র জমা দেননি। তাঁদেরকেও এই বিশেষ ক্যাম্প থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। (Saikat Paul)