বদলে গেল সাম্মানিক স্নাতক বা অনার্স গ্র্যাজুয়েট ডি... more
বদলে গেল সাম্মানিক স্নাতক বা অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি পাওয়ার নিয়ম। এই সংক্রান্ত নিয়ম বদল করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইউজিসি আগেই জানিয়েছিল, চার বছরের স্নাতকরা পিএইচডির জন্য আবেদন জানাতে পারবেন। এবার আরও এক পরিবর্তন আনল ইউজিসি।
1/6ইউজিসি জানিয়েছে, জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর ফোর-ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামস’ নামে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে।
2/6খসড়া অনুযায়ী, ৩ বছরে স্নাতক হতে গেলে পড়ুয়াকে ১২০ ক্রেডিট পয়েন্ট লাভ করতে হবে। অন্য দিকে, সাম্মানিক স্নাতক বনা অনার্স ডিগ্রি পেতে গেলে ৪ বছরে ১৬০ ক্রেডিট পয়েন্ট প্রয়োজন পড়বে একজন পড়ুয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/6প্রস্তাবিত খসড়ায় আরও বলা হয়েছে, ৪ বছরের স্নাতকস্তরের কোনও পড়ুয়া যদি কোনও বিষয়ে গবেষণা করতে ইচ্ছুক হন, তা হলে তাঁকে সে বিষয়ে নির্দিষ্ট প্রজেক্ট বাছাই করতে হবে। অনার্স ডিগ্রির পাওয়ার সময় সংশ্লিষ্ট বিষয়টিতে গবেষণা করবেন এবং স্পেশালাইজেশন করবেন সেই পড়ুয়া। প্রতীকী ছবি
4/6ইউজিসি জানায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আগের কারিকুলামে কলেজে নাম নথিভুক্ত করিয়েছেন তারা বর্তমান চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) অনুযায়ী তিন বছরে অনার্স ডিগ্রি পাবেন। তবে তারাও নতুন চার বছরের স্নাতক প্রোগ্রামের জন্য যোগ্য। বিশ্ববিদ্যালয় তাদের নতুন প্রোগ্রামে সুযোগ দেওয়ার জন্য ব্রিজ কোর্স প্রদান করতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রবীন্দ্র জোশী/হিন্দুস্তান টাইমস)
5/6জাতীয় শিক্ষা নীতির অধীনে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি এখন একাধিক প্রস্থান এবং প্রবেশের বিকল্প সহ চার বছরের স্নাতক ডিগ্রি প্রদান করবে। এদিকে ইউজিসি আগেই জানিয়েছিল, চার বছরের স্নাতকরা পিএইচডির জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য অবশ্য সেই পড়ুয়ার ন্যূনতম সিজিপিএ ৭.৫ হতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
6/6চার বছরের ডিগ্রি প্রোগ্রাম শেষ করার পরে শিক্ষার্থীরা একটি গবেষণাসহ স্নাতক ডিগ্রি পাবেন। ইউজিসি (পিএইচডি ডিগ্রির জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) রেগুলেশন, ২০১৬-এর সংশোধনের সর্বশেষ খসড়াতে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য প্রার্থী ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (এনইটি)/ জুনিয়র রিসার্চ ফেলোশিপের (NET-JRF) জন্য উপলব্ধ আসনের ৬০ শতাংশ সংরক্ষিত রাখারও প্রস্তাব করেছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস