Subhashree Ganguly: বছর শেষে বোল্ড লুকে শুভশ্রী। আসলে ডিসেম্বরের শেষ মানেই তো পার্টি মুডে কলকাতা। আর সেই পার্টিতে শুভশ্রীর এই রেড হট লুক নির্দ্ধিধায় কপি করতে পারেন আপনি!
1/5বছর খানেক আগে মা হওয়ার পর মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। সেইজন্য কম বিদ্রুপের মুখে পড়েননি রাজ ঘরণী। তবে মাস কয়েকের মধ্যেই ওজন ঝরিয়ে স্লিম-ট্রিম নায়িকা। বছর শেষে একদম রেড হট অবতারে ধরা দিলেন শুভশ্রী।
2/5লাল রঙা কাঁধ কাটা শরীরচাপা লেদার গাউনে ধরা দিলেন শুভশ্রী। আঁটসাঁট পোশাক আর মায়াবী চাউনিতে অপরূপা শুভশ্রী। আসলে শাড়ি হোক বা ওয়েস্টার্ন পোশাক- সবেতেই সুন্দরী এই টলি নায়িকা। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই মুগ্ধ করে।
3/5বছর শেষে পার্টিতে যেতে হলে যদি নিজের লুক নিয়ে চিন্তায় থাকেন, তাহলে অনায়াসে ফলো করতে পারেন শুভশ্রীকে। এই লুক একদিকে যেমন ফ্যাশনেবল তেমনই এর মাধ্যে একটা ক্লাসি ব্যাপার রয়েছে। বোল্ড পোশাকের সঙ্গে হীরের ঝোলা দুলে ফাটাফাটি লুকে ইউভানের মাম্মা।
4/5এক কথায় এই লুকে দুর্দান্ত লাগছে শুভশ্রীকে। দারুণভাবে নায়িকা ক্যারি করেছেন এই ড্রেস। গ্ল্যাম মেকআপে শুভশ্রীর রূপের জেল্লা যেন উপচে পড়ছে।
5/5শুভশ্রীর এই লুক দেখে যেন চোখ ফেরানো দায়! শাড়িতে যতটা সুন্দরী শুভশ্রী, ওয়েস্টার্ন পোশাকেও ততটাই আকর্ষণীয় দেখায় নায়িকাকে।