পরিবারের সঙ্গেই ১৪২৯-কে স্বাগত জানাচ্ছেন শুভশ্রী। নতুন বাংলা বছরে শেয়ার করলেন ‘ফ্যামিলি অ্যালবাম’।
1/5পরিবারের সঙ্গেই নতুন বছরের আনন্দ ভাগ করে নিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার ইনস্টাগ্রামের দেওয়ালে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই টলি নায়িকা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5মা হওয়ার পর থেকে ছেলেকে ঘিরেই শুভশ্রীর জীবন। একটু একটু করে বড় হয়ে উঠছে ইউভান। মাত্র দেড় বছর বয়সেই স্কুলে যাওয়াও শুরু করে দিয়েছেন সে। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে ছেলের মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী।
3/5এদিন মায়ের কথা মতো সবার উদ্দেশে ‘শুভ নববর্ষ’ জানালো ইউভান। নতুন বছরের শুভেচ্ছা ভাগ করে নিয়ে আনন্দে আত্মহারা সে। ইউভানের আধো আধো গলায় ‘শুভ নববর্ষ’ শুনে দারুণ খুশি শুভশ্রী ভক্তরা।
4/5এদিন একদম খাঁটি বাঙালি পোশাকে সাজল ইউভান। শুভশ্রী পুত্রের সাজ দেখলে মনে হবে রাজ চক্রবর্তীর খুদে ভার্সন। বাবার পছন্দের সাদা পাঞ্জাবিতে সেজেছে খুদে, রাজের পরনেও সেই সাদা পঞ্জাবি।
5/5দিদির সঙ্গে খুনসুটিতে মত্ত ইউভান। পাশে রাজের তোলা নিজস্বী।