বাংলা নিউজ > ছবিঘর > Subsidence of Joshimath: জেপি কলোনির মাটি ধসেছে ৭০ সেন্টিমিটার! যেখানে রাখা ত্রাণ, সেখানেই ফাটল জোশীমঠে

Subsidence of Joshimath: জেপি কলোনির মাটি ধসেছে ৭০ সেন্টিমিটার! যেখানে রাখা ত্রাণ, সেখানেই ফাটল জোশীমঠে

নতুন করে জোশীমঠের বেশ কিছু বিল্ডিংয়ে ফাটল দেখা দিল। এর জেরে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আরও দ্রুত গতিতে চালানো হচ্ছে। এদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, জোশীমঠের মতো অবস্থা হয়েছে তাঁর রাজ্যের বহু জায়গাতেও।