বিশেষজ্ঞরা বলছেন, নানান কারণে পেটের ব্যথা হতে পারে... more
বিশেষজ্ঞরা বলছেন, নানান কারণে পেটের ব্যথা হতে পারে। হঠাৎ করে পেটে ব্যথা হলে আর তার ফলে যন্ত্রণায় খুব কষ্ট পেলে তা গুরুতর আকার নিতে পারে। আচমকা পেটে ব্যথা নিয়ে উদাসীন না হয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস, অ্যালিডিটি ছাড়াও, খাবারে বিষক্রিয়া, অ্যালার্জি, ব্যাকটেরিয়া, বা ভাইরাল সংক্রমণের ফলে পেটে ব্যথা হয়। দেখে নেওয়া যাক কোন ব্যথার কেমন ধরন হয়।
1/7পেটে ব্যথাকে সেভাবে অনেকেই গুরুত্ব দেননা যতক্ষণ না তা খুবই কষ্টকর পর্যায়ে যাচ্ছে। বহু ক্ষেত্রেই পেটের ব্যথাকে আপাতভাবে গ্যাস, অম্বলের ফলাফল হিসাবে ধরে নেওয়া হয়। মহিলাদের ক্ষেত্রে মনে করা হয় পিরিয়ডের সমস্যা থেকে এমনটা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পেটের কোন অংশ, কেমন ব্যথা হচ্ছে তা থেকে ধরা যায় এর ভয়াবহ রূপ।
2/7বিশেষজ্ঞরা বলছেন, নানান কারণে পেটের ব্যথা হতে পারে। হঠাৎ করে পেটে ব্যথা হলে আর তার ফলে যন্ত্রণায় খুব কষ্ট পেলে তা গুরুতর আকার নিতে পারে। আচমকা পেটে ব্যথা নিয়ে উদাসীন না হয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস, অ্যালিডিটি ছাড়াও, খাবারে বিষক্রিয়া, অ্যালার্জি, ব্যাকটেরিয়া, বা ভাইরাল সংক্রমণের ফলে পেটে ব্যথা হয়। দেখে নেওয়া যাক কোন ব্যথার কেমন ধরন হয়।
3/7আইবিএস- ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। পেটের মধ্যভাগে ব্যথা হতে পারে এই সমস্যা থাকলে। সঙ্গে অস্বাভাবিক যন্ত্রণা ও পেটভার জাতীয় সমস্যা থাকতে পারে। মনে হতে পারে, পেটের ভিতর কিছু ঘোরাফেরা করছে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই নিশ্চিত হওয়া প্রয়োজন।
4/7খাবারে বিষক্রিয়া-খাবারে বিষক্রিয়া হলেই তা সঙ্গে সঙ্গে পেটে ব্যথার মাধ্যমে জানান দিতে থাকবে। এতে পেটে খানিকটা প্রদাহ দেখা যাবে। যন্ত্রণা হবে। সঙ্গে বমিভাব ও মলত্যাগের প্রবণতা দেখা যাবে।
5/7খাবারে অ্যালার্জি থেকে- কোনও খাবার থেকে যদি অ্যালার্জির সমস্যা শরীরে ছড়িয়ে যায়, তাহলে বিপদ বাড়বে। কোনও পানীয় থেকেও তা হতে পারে। এক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে। এছাড়াও সাধারণভাবে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকলে এমন পেটব্যথা হঠাৎ করে শুরু হয়।
6/7গলব্লাডারের সমস্যা- গলব্লাডারে আলসার হলেও পেটে ব্যথা আচমকা হতে পারে। সেক্ষেত্রে পেটের উপরের দিকের অংশে ব্যথা হতে পারে।
7/7মূত্রনালীতে সংক্রমণ- অনেক সময় ক্রমাগত পেট ব্যথা হতে থাকলে তা নিয়ে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। মূত্রনালীতে সংক্রমণের সমস্যা দেখা দিলে এমন ব্যথা হতে পারে। 'ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন' এই সমস্যার অন্যতম কারণ।