1/7চিনির শেয়ারে বিনিয়োগ করেছেন? 'করতে পারেন,' বলছেন বাজার বিশেষজ্ঞরা। কেন? কারণ এই শেয়ারেই এখন দ্রুত, দারুণ রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা। প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ (Reuters & Unsplash)
2/7কিন্তু চিনির কোম্পানির শেয়ার এত দ্রুত বাড়ছে কেন? ছবি: আনস্প্ল্যাশ (Reuters & Unsplash)
3/7স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, দুটি প্রধান কারণে চিনির শেয়ার আকাশচুম্বী। প্রথমত, পণ্যের দাম বৃদ্ধি এবং দ্বিতীয়ত, ভারত সরকারের ইথানল মিশ্রণ নীতি। প্রতীকী ছবি: রয়টার্স ও আনস্প্ল্যাশ (Reuters & Unsplash)
4/7বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেল এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম দ্রুত বাড়ছে। সেই কারণে, ভারত সরকার ডিজেল এবং পেট্রোলে ইথানলের মিশ্রণের পরিমাণ বাড়াতে চাইছে। বর্তমানে ৭-৮% মেশানো হয়। সেটা বাড়িয়ে প্রায় ২০% করা হচ্ছে। ছবি: আনস্প্ল্যাশ (Reuters & Unsplash)
5/7তবে দেশের বর্তমান ইথানলের সরবরাহ চেইন এই চাহিদা মেটাতে পারছে না। তাই চিনিকলে ইথানল ব্লেন্ডিংয়ের চাহিদা বাড়ছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters & Unsplash)
6/7এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চিনির দাম বেড়েছে। ফলে চিনি কোম্পানিগুলো বর্তমান বাজার কাঠামোর দ্বৈত সুবিধা পাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters & Unsplash)
7/7ধামপুর সুগারের শেয়ারের দাম গত এক মাসেই প্রায় ৪০% বেড়েছে। একই সময়পর্বে ডালমিয়া ভারত সুগারের শেয়ারের দাম ২৬% বেড়েছে। গত এক মাসে দ্বারিকেশ সুগারের শেয়ার দর ৪৪% বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters & Unsplash)