কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি। খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে।
1/5জোয়া আখতারের সিনেমা যা ‘আর্চি কমিক্স’-এর বলিউড রিমেক। নেটফ্লিক্সের এই ওয়েব ফিল্মের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করছেন সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা। শ্যুটিংয়ে ছবির টিম আপাতত উটিতে রয়েছে। সেখান থেকে নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন সুহানা-খুশি। (ছবি ইনস্টাগ্রাম)
2/5কালো ক্রপ টপ, ডেনিম ডিনস, নেটমাধ্যমে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন শাহরুখ কন্যা। সুহানার ছবি দেখে অনন্যার মন্তব্য, ‘দুর্দান্ত লাগছে তোমাকে।’
3/5‘দ্য আর্চিস’-এর সহকর্মীদের সঙ্গে এ দিন একাধিক ছবি শেয়ার করেছেন সুহানা খান।
4/5সুহানার পাশাপাশি এ দিন খুশিকে ধূসরক রঙের সোয়েটার পরে দেখা গিয়েছে। ছবিতে সহ-অভিনেতা বেদাং রায়না এবং যুবরাজ মেন্ডার সঙ্গে পোজ দিয়েছেন সুহানা, খুশি।
5/5নেটমাধ্য়মে খুশিও উটিতে শ্যুটিংয়ের সেট থেকে ছবি শেয়ার করেছেন।