বাংলা নিউজ > ছবিঘর > The Archies: উটিতে শ্যুটিং সেট থেকে ছবি সুহানা-খুশির, মুগ্ধ অনন্য কী বললেন?

The Archies: উটিতে শ্যুটিং সেট থেকে ছবি সুহানা-খুশির, মুগ্ধ অনন্য কী বললেন?

কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে। জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি। খুশি এবং সুহানাকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে।