Sun transit 2023: সূর্যের মকর রাশিতে প্রবেশ&n... more
Sun transit 2023: সূর্যের মকর রাশিতে প্রবেশ এর সঙ্গে সঙ্গে কোন রাশি গুলি লাভবান হতে চলেছে, কোন রাশি গুলি প্রতিটি কাজে পেতে চলেছে সাফল্য, জেনে নিন এখান থেকে।
1/7সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করেছেন। সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে এই রাশির জাতকদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। এই সময়ে তারা চাকরি ও ব্যবসায় সুবিধা পাবেন।
2/7পঞ্জিকা অনুসারে, সূর্য ১৪ জানুয়ারি রাত ৮.২১ মিনিটে ধনু রাশির এক মাসের যাত্রা শেষ করে মকর রাশিতে প্রবেশ করেছেন।
3/7মকর রাশিতে সূর্যের গমনের সঙ্গে সঙ্গে খরমাসও শেষ হয়েছে। এখন শুভ কাজ শুরু হয়েছে আবার। এর পাশাপাশি সূর্যের যাত্রার কারণে অনেক রাশির ভাগ্য খুলতে চলেছে। তারা সব ক্ষেত্রেই সাফল্য পাবে। আয়ের নতুন উৎস খুলবে তাদের।
4/7মেষ রাশি: সূর্যের প্রভাবের কারণে এই রাশির জাতক জাতিকারা চাকরিতে অগ্রগতি পাবেন এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আবার শুরু হবে।
5/7বৃষ রাশি: এই সময়ে আপনি ব্যবসা এবং কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সূর্যের মকর রাশিতে অবস্থান কালে।
6/7তুলা রাশি: এই সময়ে শারীরিক ও মানসিক শান্তি পাওয়ার পাশাপাশি আপনার অর্থনৈতিক অবস্থাও মজবুত হবে। দীর্ঘদিনের সমস্যা থেকেও মুক্তি পাবেন এসময়।
7/7মকর রাশি: সূর্য আপনার রাশিতে প্রবেশ করেছে। এখানে সূর্য এবং শনির সংমিশ্রণ আপনার জন্য খুব শুভ হবে। জীবনে ভালো পরিবর্তন আসবে। অগ্রগতির পথ তৈরি হবে। প্রতিটি কাজে সাফল্য পাবেন।