ভারতে গিয়ে হারের ভয় অজুহাত খোঁজে বিদেশিরা! সিডনির উইকেট নিয়ে প্রশ্ন তুলে খোঁচা সানির… বললেন, পিচে গরু চড়ে বেড়াতে পারবে
Updated: 03 Jan 2025, 03:31 PM ISTসিডনিতে সবুজ ঘাসের উইকেট দেখে গাভাসকর বলছেন, ‘আমি অতীতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিতে এত ঘাস কখনও দেখিনি। কিন্তু কোনও ভারতীয় প্রাক্তন ক্রিকেটার তা নিয়ে অভিযোগ করছে না, কারণ ওরা জানে বিদেশের মাটিতে দলকে মানিয়ে নিতে হবে ’। হাসতে হাসতে খোঁচা দিয়ে সানি বলেন, সিডনির পিচে গরুও ঘাস খেতে আসতে পারবে।
পরবর্তী ফটো গ্যালারি