Sunita Williams latest: ৮ দিনের জন্য মহাকাশ যাত্রা করে ৮ মাসের জন্য আটকে গেলেন সুনীতারা! ফিরতে পারেন ২০২৫-এ
Updated: 10 Aug 2024, 12:46 PM IST Sritama Mitra 10 Aug 2024 sunita williams, space, sunita williams may return on 2025, সুনীতা উইলিয়ামস, স্পেস, মহাকাশকিছুদিন আগেই সুনীতা উইলিয়ামসের একটি লাইভবার্তা প্র... more
কিছুদিন আগেই সুনীতা উইলিয়ামসের একটি লাইভবার্তা প্রকাশ্যে আসে। সেখানে তিনি দাবি করেন, ‘হেরে যাওয়ার প্রশ্নই নেই। ঠিক কোনও উপায় বের হবে। পৃথিবীতে ফিরতে পারব ঠিকই।’
এখনও যা খবর, তাতে স্পেসেক্সের ক্রিউ ড্র্যাগন-এ চড়ে ফিরতে পারেন তাঁরা। জুন মাসে যে মিশনের অংশ হয়ে সুনীতারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে ছিলেন, সেই মিশন নাসার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সেই মিশনে পরীক্ষা করে দেখা হচ্ছিল, ওই স্পেসক্রাফ্ট নভশ্বচরদের মহাকাশ যাত্রার জন্য কতটা নিরাপদ। তবে স্পেসক্রাফ্টের প্রোপালশন সিস্টেমের সমস্যার কারণে সুনীতারা এখনও পর্যন্ত ফিরতে পারেননি। যে সমস্যা নাসা ও বোয়েইং দুই তরফেই সমাধানের চেষ্টা করা হচ্ছিল। (PTI Photo) (PTI06_07_2024_000434B)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি