Sunny Deol's lavish lifestyle: ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। বলিউডে দীর্ঘ দিন ধরে রাজত্ব করেছেন তিনি। তারকা সন্তানের তকমা গা থেকে ঝেড়ে ফেলে বলিউডে নিজের অভিনয়ের দমে জায়গা করেছেন সানি। একাধিক দামী প্রপার্টি, বাড়ি, গাড়ির মালিক তিনি। কী কী রয়েছে অভিনেতার জানেন?
1/6বলিউডের নামজাদা তারকা সানি দেওল। বাবা ধর্মেন্দ্র মতোই তিনি স্বভাবে নম্র এবং সহানুভূতিশীল। নিজের যোগ্যতা অনুযায়ী বলিউডে নাম কামিয়েছেন সানি। জানেন ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন অভিনেতা। বিলাসবহুল বাড়ি, বিশাল সুইমিং পুল, হোম জিম এবং একাধিক দামী গাড়ির মালিক তিনি।
2/6প্রাসাদসম বিলাসবহুল বাড়ির মালিক সানি দেওল। মালাবার হিলে রয়েছে সেই বাড়ি, মুম্বইয়ের অন্যতম আভিজাত এলাকা।
3/6সানি দেওলের বাড়িতে একটি বিরাট বড় সুইমিং পুল রয়েছে। রয়েছে ব্যক্তিগত জিম।
4/6ম্যাজিকব্রিক্স অনুসারে সানি দেওল ওশিওয়ারায় ১০০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্টের মালিক যার দাম প্রায় ২ কোটি টাকা। অভিনেতা-রাজনীতিবিদ পঞ্জাব এবং মুম্বইতেও সম্পত্তি রয়েছে।
5/6ল্যান্ড রোভার ডিফেন্ডার ১১০ রয়েছে অভিনেতার। যার দাম প্রায় ২.০৫ কোটি টাকা। এছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর গ্যারেজে।
6/6CAknowledge.com অনুসারে, সানি দেওল প্রতি সিনেমার জন্য প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা পরিশ্রমিক নেন।