জুলাই মাসের সুপার মুনের নানান নাম রয়েছে। রয়েছে ‘বা... more
জুলাই মাসের সুপার মুনের নানান নাম রয়েছে। রয়েছে ‘বাক মুন’, ‘থান্ডার মুন’, ‘হে মুন’, ‘মিড মুন’। প্রতিটি নামকরণের নেপথ্যে রয়েছে একটি বিশেষ তাৎপর্য। এই নামগুলি কেবলই জুলাই মাসের সুপার মুনের নিরিখেই রাখা হয়েছে।
1/6গুরু পূর্ণিমা ঘিরে এদিন সকাল থেকেই হিন্দুশাস্ত্র মতে নানান বিচার আচার মেনে হচ্ছে পুজো। এদিনে ১৩ জুলাই গুরুপূর্ণিমায় রাতের আকাশ জুড়ে দেখা যেতে চলেছে সুপার মুন।
2/6জুলাই মাসের সুপার মুনের নানান নাম রয়েছে। রয়েছে ‘বাক মুন’, ‘থান্ডার মুন’, ‘হে মুন’, ‘মিড মুন’। প্রতিটি নামকরণের নেপথ্যে রয়েছে একটি বিশেষ তাৎপর্য। এই নামগুলি কেবলই জুলাই মাসের সুপার মুনের নিরিখেই রাখা হয়েছে।
3/6আজ চাঁদ ও সূর্যের দূরত্ব খুবই কম হতে চলেছে। চাঁদ থেকে সূর্যের দূরত্ব থাকবে ৩,৫৭,২৬৪ কিলোমিটার। উল্লেখ্য, সুপার মুন নামকরণটি ১৯৭৯ সালের। এই নামকরণ করেন মার্কিনি জ্যোতিষবিদ রিচার্ড নোলে।
4/6ভারতীয় সময় রাত ১২.৮ মিনিটে আজ এই সুপারমুন দেখা যাবে। ইস্টার্ন ডেট টাইম অনুযায়ী দুপুর ২.৩৮ মিনিটে দেখা যাবে এই সুপারমুন।
5/6বহু দেশেই এই চাঁদ বাক মুন নামে পরিচিত। ইংরেজি শব্দ 'বাক' অর্থাৎ পুরুষ হরিণ। যাদের শিং এই সময় থেকে বাড়তে থাকে বলে মনে করা হয়। আর সেই কারণেই এই নামকরণ।
6/6এর আগে জুন মাসে একটি সুপারমুন সম্পন্ন হয়। সেই চাঁদের রঙ ছিল স্ট্রবেরি ফলের মতো গোলাপী। ওই সময়কালে স্ট্রবেরির চাষ পশ্চিমি দেশগুলিতে হয়ে থাকে। সেই কারণেই ছিল ওই নামকরণ। তবে ১৩ জুলাই রাতের চাঁদ একেবারে কমলা বর্ণের!