Surya and Guru Yuti 2023: সূর্য এবং বৃহস্পতি - জ্যোতিষশাস্ত্রের দুই অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। ১২ বছর ওই দুই গ্রহের বিশেষ যুতি তৈরি হতে চলেছে। যা একাধিক রাশির ভাগ্যোদয় ঘটাবে। ওই রাশির জাতকদের ভাগ্য চমকাবে। জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে। সূর্য ও বৃহস্পতির যুতির ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী এপ্রিলের শুরুতে সূর্য এবং বৃহস্পতি গ্রহের যুতি তৈরি হতে চলেছে। মেষ রাশিতে সেই যুতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ বছর পর মেষ রাশিতে ওই দুই গ্রহের যুতি তৈরি হতে চলেছে।
2/5মিথুন রাশি- সূর্য এবং বৃহস্পতির যুতির ফলে মিথুন রাশির জাতকদের কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। ব্যবসায় মুনাফা বাড়বে মিথুন রাশির জাতকদের। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। কেরিয়ার নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন মিথুন রাশির জাতকরা।
3/5সিংহ রাশি- বৃহস্পতি এবং সূর্য রাশির যুতির ফলে সিংহ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। কারণ সিংহ রাশির উপর সূর্যের আধিপত্য আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই যুতির ফলে ভাগ্যোদয় হবে সিংহ রাশির জাতকদের। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। সম্পর্কের বাঁধন মজবুত হতে চলেছে সিংহ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5মকর রাশি- সূর্য এবং বৃহস্পতির যুতির ফলে মকর রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হবে। যে মকর রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের ভাগ্যোদয় হতে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। পারিবারিক জীবন সুখকর হয়ে উঠবে।
5/5মীন রাশি- সূর্য এবং বৃহস্পতির যুতির ফলে মীন রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। মীন রাশির যে স্থানে সূর্য ও বৃহস্পতিব যুতি তৈরি হচ্ছে, তা ওই রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে মীন রাশির জাতকরা। হাতে টাকা বাড়বে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে মীন রাশির জাতকদের। ব্যবসায় উন্নতি হবে।