বাংলা নিউজ >
ছবিঘর >
Sun Transit 2022 Astrology: মে মাসের মাঝামাঝি থেকে চাকরিতে পদোন্নতি, সম্পত্তি লাভের শুভ যোগ! রবির গোচরে লাভবান ৬ রাশি
Sun Transit 2022 Astrology: মে মাসের মাঝামাঝি থেকে চাকরিতে পদোন্নতি, সম্পত্তি লাভের শুভ যোগ! রবির গোচরে লাভবান ৬ রাশি
Updated: 06 May 2022, 12:59 PM IST
লেখক Sritama Mitra
মে মাসের মাঝামাঝি সময় থেকে আচমকা আসতে পারে টাকা পয়সা। এছাড়াও সোনার গহনার মতো দামী সম্পত্তি বা বাড়ি, গাড়ি লাভ করতে পারেন এই সময়কালে। রবির গোচরে মে মাসের মাঝামাঝি এই ৬ টি রাশির জাতক জাতিকারা হবেন লাভবান।
1/8মে মাসের মাঝামাঝি সময়ে রয়েছে সূর্যদেবতার রাশি পরিবর্তন, অর্থাৎ রবির গোচর। ১৫ মে ভোর ৫ টা ৪৫ মিনিটে রয়েছে রবির গোচর পর্ব। সেই সময় রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। এই পর্ব চলবে ২০২২ সালের ১৫ জুন সন্ধ্যেয়ে ১২ টা ১৯ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে ৬ টি রাশি বিশেষভাবে লাভবান হবে।
2/8মেষ- আর্থিক দিক থেকে এই গোচর খুবই লাভবান করে তুলবে আপনাকে। এই সময়ে আপনি পারিবারিক ঝগড়া ঝাটি থেকে দূরে থাকবেন। কেরিয়ার আপনাকে কাঙ্খিত সাফল্য দেবে। নতুন সম্পত্তি পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8কর্কট- ব্যবসায় বিনিয়োগ করুন। মান সম্মান পাবেন কাঙ্খিত। এই গোচর আপনাকে লাভবান করে তুলবে। চাকরিতে পদোন্নতির যোগ। (ছবিটি প্রতীকী)
5/8সিংহ-কর্মস্থলে মান সম্মান পেতে শুরু করবেন। চাকরিতে পদোন্নতি রয়েছে। কোথাও যাত্রার যোগ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
6/8কন্যা- কন্যা রাশির সুবিধার্থে এই সময় আপনি বহু কিছু লাভ করবেন। চাকরিরতদের নতুন চাকরি জুটবে। ব্যবসায়ীদের মুনাফা হবে। ঘর পরিবারে মাঙ্গলিক কাজ হবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)
7/8জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় প্রায় ৫০ বছর পর দুটি গ্রহ উচ্চ রাশিতে অবস্থান করবেন। দুটি গ্রহ নিজের রাশিতেই আছেন। শুভ যোগ এবং গ্রহের অবস্থানের কারণে অক্ষয় তৃতীয়ায় স্নান এবং দান করলে পুণ্য লাভ করবেন। সেদিন জল ভরতি কলসিতে ফল রেখে দান করলে শুভ ফল লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
8/8মীন- এই সময়কালে বহুদিন ধরে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোনও বিবাদের মধ্যে পড়ে থাকলে বেরিয়ে আসতে হবে। চাকরির ক্ষেত্রে ভাল সুযোগ পাবেন। ব্যবসায়ীরা ভাল-মন্দে পাবেন এর ফল। (ছবিটি প্রতীকী)