সুশান্তের সঙ্গে সম্পর্কের কারণেই আজ এত পরিচিতি রিয়ার। শুরুটা হয়েছিল এমটিভির হাত ধরে। জানুন রিয়ার কেরিয়ারের ওঠানামা
1/5সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের আগে খুব কম মানুষই হয়তো চিনতেন রিয়া চক্রবর্তীকে। তবে গত তিন বছর ধরে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই নামখানা। সেভাবে বলিউডে কাজ না করলেও, তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। আজ এই অভিনেত্রীর ৩০তম জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক রিয়ার ব্যাপারে অজানা কিছু কথা।
2/5১৯৯২ সালের ১ জুলাই বেঙ্গালুরুতে জন্ম রিয়ার। ছোট পর্দার এমটিভি রিয়েলিটি শো 'টিভিএস স্কুটি টিন ডিওয়া' দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি এই শোতে বিজয়ী হতে পারেননি কিন্তু রানার আপ হয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর এমটিভির অনেক শো হোস্ট করতে দেখা যায় রিয়াকে। 'ব্যান্ড বাজা বারাত'-এর জন্য অডিশন দিয়েছিলেন কিন্তু সফল হননি।
3/5বলিউডে ভাগ্য সহায় না হলে দক্ষিণের দিকে ঝুঁকে পড়েন রিয়া। ২০১২ সালে তেলেগু ছবি 'টুনিগা টুনিগা' মুক্তি পায়। এক বছর পর, 'মেরে ড্যাড কি মারুতি' দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। দুটি ছবিই সাফল্য পায়নি। ২০১৪ সালের সোনালি কেবলও রিয়ার কেরিয়ারের ফ্লপ ছবি। ২০১৭ সালে কাজ করেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয়দের সঙ্গে ‘ব্যাংক চোর’-এ কাজ করেন। অমিতাভ বচ্চন, ইমরান হাসমির সঙ্গে ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘চেহেরে’, এটাও ফ্লপ।
4/5২০১৬ সাল থেকেই একে অপরের পরিচিত সুশান্ত-রিয়া। সেইসময় বান্দ্রার এক পাবে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁদের। যদিও সুশান্ত-কৃতীর প্রেমের গুঞ্জন তখন আগুনের মতো ছড়াচ্ছে টিনসেল টাউনে। ২০১৭ সালে রিয়ার জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন সুশান্ত। ২০১৯ সাল থেকে দু'জনের প্রেম লাইমলাইট নেয় বলেই খবর। একসঙ্গে প্যারিস, লাদাখও গিয়েছিলেন তাঁরা। এমনকী, ২০২০-র নভেম্বরে বিয়ে করার কথাও নাকি ছিল। যদিও শেষটা সুখের হয়নি।
5/5যদিও এখনও প্রাক্তন প্রেমিকের মৃত্যু রহস্যে জড়িয়ে আছে তাঁর নাম। গত সপ্তাহেও সুশান্ত মাদক মামলায় ডাক পড়েছিল আদালতে তাঁর ও তাঁর ভাই শৌভিকের। ১৪ই জুন অভিনেতার মৃত্যুবার্ষিকীতে কিছু অদেখা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘এখনও তোমাকে মিস করি’।