বহু পুরুষের প্রেমে পড়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। রইল প্রাক্তনদের তালিকা আপনাদের জন্য।
1/10বৃহস্পতিবার রাত থেকেই চলছে সুস্মিতা সেন আর ললিত মোদীর প্রেম নিয়ে তরজা। অনেকেই এই সম্পর্কের কথা শুনে ভ্রু কুঁচকেছেন। তো কারও দাবি টাকার জন্যই সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এটাই একমাত্র নয়, বরং বলা ভালো অভিনেত্রীর প্রেম জীবন বরাবরই রঙিন। তা সে বিবাহিত বিক্রম ভাটের সঙ্গে সম্পর্ক হোক কিংবা পাকিস্তানের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন ওয়াসিম আক্রমের সঙ্গে প্রেম।
2/10ললিত মোদী কাল টুইটারে লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’ পরে যদিও জানিয়ে দেন বেটার হাফ বললেও এখন সবে ডেট করছেন তাঁরা। তবে বিয়েটা একদিন হবে নিশ্চিত।
3/10২০২১ সালে রোমন শলের সঙ্গে প্রেম সম্পর্কে ইতি টানেন সুস্মিতা। দীর্ঘ তিন বছর ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ঘর করেছিলেন তিনি।
4/10পরিচালক বিক্রম ভাটের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সুস্মিতার, যা শুরু হয় ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমায় কাজের সময় থেকে। বিক্রম নিজের পরিবারকেও ছেড়েছিলেন সুস্মিতার জন্য। যদিও কিছুদিন পরেই দু'জনে আলাদা হয়ে যান।
5/10সুস্মিতা সেনের সবথেকে চর্চিত প্রেমগুলোর মধ্যে এটা একটা। রণদীপ হুডা আর সুস্মিতা ‘কর্মা’, ‘হোলি’-তে কাজ করার সময় যা দানা বাঁধে। সম্পর্ক ভাঙলেও একে-অপরের সঙ্গে এখনও সু-সম্পর্ক আছে তাঁদের।
6/10মুম্বইয়ের রেস্তোরাঁ মালিক ঋতিক ভাসিনের সঙ্গে চার বছর প্রেম করেছেন সুস্মিতা। ২০১৭ সালে এঁদের বিচ্ছেদ হয়। জাহির খান আর সাগরিকা ঘাটগের বিয়েতে একসঙ্গে গেছিলেন তাঁরা।
7/10হটমেলের প্রতিষ্ঠাতা সাব্বির ভাটিয়ার সঙ্গেও সম্পর্ক ছিল সুস্মিতা সেনের বলে শোনা যায়। এবং এই সম্পর্কের মেয়াদও ছিল খুব কম।
8/10পাকিস্তানের অভিনেতা-ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে সম্পর্ক ছিল সুস্মিতা সেনের। একটি ডান্স রিয়েলিটি শো থেকে কাছাকাছি আসেন তাঁরা, তারপর প্রেম। লং ডিসটেন্স রিলেশনশিপ রেখেছিলেন অনেকটা সময়েই। এই সম্পর্কও কোনওদিন অফিসিয়াল করেননি অভিনেত্রী।
9/10ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতেন বান্টি সচদেব। এমনকী, সুস্মিতার ম্যানেজারও ছিলেন তিনি। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে এই সম্পর্ক নিয়ে যতবার প্রশ্ন করা হয়েছে হেসে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
10/10৩৬ বছরের সুস্মিতা প্রেমে পড়েছিলেন ২২ বছরের ইমতিয়াজ খতরির (সুস্মিতার বাঁ দিকে, সাদা ব্লেজারে)। গোয়াতে একসঙ্গে র্যাম্পে হাঁটেন দু'জন। সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। সুস্মিতা নিজে এই ব্যাপারে কথা বলতে চাননি, ইমতিয়াজ জানিয়েছিলেন তাঁরা ‘ভালো বন্ধু’।