বাংলা নিউজ > ছবিঘর > Russia-Ukraine War: মাঝপথে ছেড়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়,AK-47 হাতে আজ কিয়েভের পথে বছর ২৬-এর সাংসদ

Russia-Ukraine War: মাঝপথে ছেড়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়,AK-47 হাতে আজ কিয়েভের পথে বছর ২৬-এর সাংসদ

ইউক্রেন দখল করতে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এই আবহে দেশের স্বাধীনতা রক্ষা করতে রাস্তায় অস্ত্র হাতে নেমেছেন আম জনতা। সাধারণ ইউক্রেনবাসীর মতোই রাস্তা অস্ত্র হাতে নেমেছেন সেদেশের রাজনীতিবিদরাও। তাদেরই একজন ২৬ বছর বয়সী সভিয়াতোস্লাভ ইউরাশ।

অন্য গ্যালারিগুলি