ভিন ধর্মে স্বরার বিয়ে নিয়েও কিছু কট্টরপন্থীরা কথা বলতে ছাড়েননি। স্বরা-ফাহাদের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুসলিম জামাতের প্রধান মৌলনা। বলেছিলেন স্বরা ধর্মান্তরিত হননি, তাই এই বিয়ে বৈধ নয়। তাই কেউ কেউ বলছেন নিন্দুকেদের বুড়ো আঙুল দেখিয়ে সম্প্রীতির বার্তা দিতেই অভিনেত্রী।
1/8১৬ মার্চ প্রথা ও রীতি মেনে ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর আগে দিল্লিতে প্রাক বিবাহের নানান অনুষ্ঠানে মজে রয়েছেন স্বরা। যে অনুষ্ঠানগুলির মাধ্যমে একপ্রকার নানাভাষা, নানা ধর্মের এই দেশে সম্প্রীতির উদাহরণ তৈরি করতে চাইছেন স্বরা। এমনটাই মনে করছেন অনেকে।
2/8নিজের ইনস্টাস্টোরি সোমবারের প্রাক-বিবাহ অনুষ্ঠানের অসংখ্য ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন স্বরা। যেখানে তাঁকে তেলুগু কনের সাজে সাজতে দেখা গিয়েছে। স্বরার নাকছাবি, মাথার টায়রা, ম্যাচিং চুলের ফুল, কানের দুল, নেকলেস এবং কাচের চুড়ি, সব মিলিয়ে বেশ অন্যরকম লাগছিল স্বরাকে। আর ফাহাদ আহমেদ পরেছিলেন বেইজ রঙের নেহেরু জ্যাকেট, সঙ্গে ক্রিম রঙের কুর্তা পায়জামা। সঙ্গে ছিল দক্ষিণী সঙ্গীতের আসর।
3/8নিজের মেহেন্দির অনুষ্ঠানে গেরুয়া রঙের আনারকলিতে সেজেছিলেন স্বরা ভাস্কর। অন্যদিকে ফাহাদের পরনে ছিল আকাশি কুর্তা, সাদা পায়জামা সঙ্গে নেহেরু জ্যাকেট। একে অন্যের নামে মেহেন্দি করেন স্বরা ও ফাহাদ। মেহেন্দি আঁকেন সেলিব্রিটি শিল্পী বীণা নাগড়া।
4/8সঙ্গীত পার্টির জন্য সবুজ লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা ভাস্কর, আর ফাহাদ পরেছিলেন সবুজ কুর্তা পাজামা। সঙ্গীতের একাধিক ভিডিয়ো শেয়ার করেছেন স্বরা। স্বরার সঙ্গীতে পারফর্ম করেন লোকসঙ্গীত শিল্পী দীনে খান। ছিল কাওয়ালি গানের অনুষ্ঠান।
5/8এদিকে দু'দিন আগেই স্বরা-ফাহাদের গায়ে হলুদের অনুষ্ঠান একপ্রকার পরিণত হয়েছিল হলি উৎসবে। আবির মেখে রঙিন হয়েছিলেন স্বরা ও ফাহাদ। খুব স্বাভাবিকভাবেই এখানেও ছিল সেই সম্প্রীতির বার্তা।
6/8১৬ মার্চ সামাজিক রীতি মেনে বিয়ে করবেন স্বরা। গত মাসে তাঁরা সেরেছিলেন আইনি বিয়ে। যদিও ভিন ধর্মে স্বরার বিয়ে নিয়েও কিছু কট্টরপন্থীরা কথা বলতে ছাড়েননি। স্বরা-ফাহাদের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুসলিম জামাতের প্রধান মৌলনা। বলেছিলেন স্বরা ধর্মান্তরিত হননি, তাই এই বিয়ে বৈধ নয়। তাই কেউ কেউ বলছেন নিন্দুকেদের বুড়ো আঙুল দেখিয়ে সম্প্রীতির বার্তা দিতেই অভিনেত্রী নিজের সামাজিক বিয়ের অনুষ্ঠানকে রঙিন করে তুলতে চাইছেন।
7/8স্বরা বলেন ‘আই লাভ ইউ’ নয় ‘ইনকিলাব’ দিয়েই তাঁদের এই প্রেম কাহিনির শুরু হয়। দু-বছর আগে ধর্ণা মঞ্চে শুরু তাঁদের বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে পরস্পরের প্রেমে মশগুল হন। ধর্ম বাধ সাধেনি তাঁদের সম্পর্কে,। দুই পরিবারের সম্মতিতে গতমাসে ৩১ বছরের ফাহাদের গলায় মালা দিলেন ৩৪ বছরে স্বরা।
8/8স্বরা-ফাহাদের বিয়ের অনুষ্ঠান ১৬ মার্চ, সেখানে বলিপাড়ার কারা কারা আমন্ত্রিত থাকছেন, তা অবশ্য স্পষ্ট নয়।