৩৯-এ পা দিলেন স্বর্ণেন্দু। বাহারি আয়োজনে আদুরে বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করতে দেখা গেল শ্রুতিকে।
1/6আজ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিন। তাই কাল রাত থেকেই জমজমাট সেলিব্রেশন চলছে। বয়ফ্রেন্ড স্বর্ণেন্দুর জন্মদিনের শুরুটা বন্ধুবান্ধবদের সঙ্গে একটু বিশেষ করে তুলেছেন অভিনেত্রী শ্রুতি দাসও।
2/6৩৯-এ পা দিলেন স্বর্ণেন্দু। বাহারি আয়োজনে আদুরে বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করতে দেখা গেল অভিনেত্রীকে। সেই ছবি শেয়ার করলেন সামাজিক মাধ্যমের দেওয়ালে।
3/6আদর করে স্বর্ণেন্দুকে বাবি বলে ডাকেন শ্রুতি। কেকর উপরও সেই নামই লিখেছেন ‘ক্যাপ্টেন বাবি’।
4/6গাড়িতে হ্যাপি বার্থডে লেখা বেলুন দিয়ে সাজানো, ঝলমলে আলো, কেক বাবির জন্মদিন কোন কিছুরই ত্রুটি রাখেননি শ্রুতি।
5/6বয়সের অনেকটা পার্থক্য থাকলেও স্বর্ণেন্দু-শ্রুতির প্রেমে তা কখনই বাঁধা হয়ে দাঁড়ায়নি। বরং একে অপরকে আগলে এগিয়ে চলেছেন সবসময়।