Indians rescued from Syria: জয়শংকরদের জাদু সিরিয়ায়! সুরক্ষিতভাবে বের করা হল ৭৫ ভারতীয়কে, কেয়ারটেকার প্রধানমন্ত্রী বশির
Updated: 11 Dec 2024, 08:42 AM ISTনরেন্দ্র মোদী, এস জয়শংকরদের জাদু দেখা গেল সিরিয়ায়। ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে বের করে আনা হল। তাঁদের লেবাননে আনা হয়েছে। তারইমধ্যে সিরিয়ার কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে মহম্মদ আল-বশিরের নাম ঘোষণা করা হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি