India vs England, T20 World Cup 2024 2nd Semi-Final: গ্রুপ-ওয়ানের এক নম্বর দল হওয়ায় ভারতের মাঠে নামার কথা প্রথম সেমিফাইনালে। কেন বদলে গেল ম্যাচের কেন্দ্র, জেনে নিন আসল কারণ
1/6 চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের খেলাও শেষ। নির্ধারিত হয়ে গিয়েছে চার সেমিফাইনালিস্ট। কবে-কখন-কোথায় খেলা হবে বিশ্বকাপের ২টি সেমিফাইনাল ম্যাচ, সেই সূচিও সামনে এসেছে। তবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের খটকা লাগতে পারে একটি জায়গায়। আসলে ভারত গ্রুপ-ওয়ানের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে ওঠে। তাই তাদের প্রথম সেমিফাইনাল খেলার কথা। অথচ রোহিতরা মাঠে নামবেন দ্বিতীয় সেমিফাইনালে। কেন এমন উলটপুরাণ, জেনে নেওয়া যাক আসল কারণ। ছবি- এএফপি।
2/6 নিয়ম মতো সুপার এইট গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দল গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে। ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একই দিনে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ছবি- এএফপি।
3/6 সুপার-এইট গ্রুপ-ওয়ানের ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পায় আফগানিস্তান। অন্যদিকে সুপার এইট গ্রুপ-টুয়ের ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দুই নম্বর দল হিসেবে শেষ চারের টিকিট হাতে পেয়েছে ইংল্যান্ড। অর্থাৎ, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাঠে নামার কথা ভারতের এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলার কথা দক্ষিণ আফ্রিকার। ছবি- বিসিসিআই।
4/6 উল্লেখযোগ্য বিষয় হল, আইসিসি আগেই নির্ধারিত করে রেখেছে যে, ভারত সেমিফাইনালে উঠলে ২ নম্বর সেমিফাইনাল ম্যাচটিতে মাঠে নামবে। অর্থাৎ, গ্রুপের এক নম্ব হোক বা দুই নম্বর, ভারতের জন্য সেমিফাইনালের বিশেষ দিনক্ষণ ও ম্যাচকেন্দ্র আগে থেকেই নির্ধারিত। স্বাভাবিক নিয়মে ভারতের মাঠে নামা উচিত সেমিফাইনালের প্রথম ম্যাচে। অথচ তারা মাঠে নামবে দ্বিতীয় ম্যাচে। ছবি- এএনআই।
5/6 অর্থাৎ, ভারতের সেমিফাইনাল খেলা হবে ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায়, যেটি আসলে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া উচিত। অর্থাৎ, এই ম্য়াচটিতে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। এক্ষেত্রে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নয়, বদলে দেওয়া হয় শুধু ম্যাচের কেন্দ্র। ভারত বনাম ইংল্যান্ডের প্রথম সেমিফাইনাল পরিণত হয় দ্বিতীয় সেমিফাইনালে। আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে আগে অর্থাৎ প্রথম সেমিফাইনাল হিসেবে। ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টায় ত্রিনিদাদে খেলা হবে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ছবি- এএনআই।
6/6 কিন্তু কেন এমন ফেরবদল? আসলে আইসিসি ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ আয়োজনের জন্যই প্লেয়িং কন্ডিশনে আগে থেকে উল্লেখ করে রাখে বিষয়টি। প্রথম সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টা থেকে। স্বাভাবিকভাবেই ভারতের টেলিভিশন দর্শকদের জন্য এটি প্রাইম টাইম নয়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে। তাই প্রাইম টাইমে দর্শক ধরার জন্যই এই সিদ্ধান্ত। নিতান্ত ব্যবসায়িক স্বার্থেই টিম ইন্ডিয়ার সব বিশ্বকাপ ম্যাচ আয়োজন করা হয় ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে। সঙ্গত কারণে ২৯ জুনের ফাইনাল ম্যাচটিও রাখা হয়েছে একই সময়ে। ছবি- এএনআই।