T20 World Cup 2024 Stats And Records: সব থেকে বেশি শূন্য, সেরা বোলিং, সব থেকে বেশি ক্যাচ, উইকেটকিপার হিসেবে সর্বাধিক শিকার, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর যাবতীয় ব্যক্তিগত রেকর্ড ও তথ্য-পরিসংখ্যানে চোখ রাখুন।
1/10 সব থেকে বেশি রান: টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ৮ ম্যাচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ২৮১ রান সংগ্রহ করেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় স্থানে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৮টি ম্যাচে ব্যাট করে সাকুল্যে ২৫৭ রান সংগ্রহ করেন। তিন নম্বরে থাকেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তিনি ৭টি ম্যাচে ব্যাট করে ২৫৫ রান সংগ্রহ করেন। ছবি- এএফপি।
2/10 সব থেকে বেশি উইকেট: এবারের টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেন আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের আর্শদীপ সিং। দু'জনেই ৮টি করে ম্যাচে বল করে ১৭টি করে উইকেট নেন। তাঁদের পিছেন থাকেন ভারতের জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া। বুমরাহ ৮টি ম্যাচে ১৫টি উইকেট নেন। নরকিয়া ৯টি ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেন। আফগানিস্তানের রশিদ খান ৮ ম্যাচে ১৪টি উইকেট সংগ্রহ করেন। ছবি- পিটিআই।
3/10 সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ কোনও ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ৯৮ রান করে সাজঘরে ফেরেন। আমেরিকার অ্যারন জোনস কানাডার বিরুদ্ধে করেন অপরাজিত ৯৪ রান। ভারতের রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রান করে আউট হন। ছবি- এএফপি।
4/10 সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি: টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ সব থেকে বেশি ৩টি করে হাফ-সেঞ্চুরি করেন ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ২টি করে হাফ-সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস, ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, আমেরিকার আন্দ্রিজ গাউস, ভারতের সূর্যকুমার যাদব, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক।
5/10 সব থেকে বেশি শূন্য: এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ৩টি করে ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান ও উগান্ডার রজার মুকাসা। এছাড়া ২টি করে ম্যাচে শূন্য রানে আউট হওয়া ব্যাটারদের তালিকায় রয়েছেন সৌরভ নেত্রভালকর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফিন অ্যালেন, গুলবদিন নায়েব, বিরাট কোহলি, মহম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজ, রিজা হেনড্রিক্স প্রমুখ। ছবি- পিটিআই।
7/10 এক ইনিংসে সব থেকে বেশি ছক্কা: আমেরিকার অ্যারন জোসন কানাডার বিরুদ্ধে ১০টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আফগানিস্তানের বিরুদ্ধে ৮টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ আমেরিকার বিরুদ্ধে ৮টি ছক্কা মারেন। ভারতের রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি ছক্কা মারেন। ছবি- পিটিআই।
8/10 সেরা বোলিং পারফর্ম্যান্স: আফগানিস্তানের ফজলহক ফারুকি উগান্ডের বিরুদ্ধে ৯ রানে ৫ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন উগান্ডার বিরুদ্ধে ১১ রানে ৫ উইকেট নেন। ভারতের আর্শদীপ সিং আমেরিকার বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নেন। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৪ ওভারে কোনও রান খরচ না করেই ৩টি উইকেট তুলে নেন। ছবি- এএফপি।
9/10 উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি শিকার: ভারতের ঋষভ পন্ত এবারের টি-২০ বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে সব থেকে বেশি ১৪টি শিকার ধরেছেন। ৮ ম্যাচে তিনি ১৩টি ক্যাচ ধরেছেন এবং স্টাম্প আউট করেছেন ১টি। বাংলাদেশের লিটন দাস, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ৮টি করে শিকার ধরেছেন।। ছবি- বিসিসিআই।
10/10 সব থেকে বেশি ক্যাচ: দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ৮টি ক্য়াচ ধরেছেন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্য়াক্সওয়েল, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও দক্ষিণ আফ্রিকার ত্রিস্তান স্টাবস ৭টি করে ক্যাচ ধরেছেন। ভারতের রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৫টি করে ক্যাচ ধরেছেন। ছবি- এএফপি।