বাংলা নিউজ >
ছবিঘর > T20 WC 2024 Semi-Final Fixtures: অজিদের ছিটকে দিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখে আফগানিস্তান, দেখুন শেষ চারের সূচি
T20 WC 2024 Semi-Final Fixtures: অজিদের ছিটকে দিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখে আফগানিস্তান, দেখুন শেষ চারের সূচি Updated: 25 Jun 2024, 10:45 AM IST Abhisake Koley T20 World Cup 2024 Semi-Finals Schedule: কোন দল কবে-কোথায়-কাদের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে, দেখে নিন শেষ চারের সম্পূর্ণ ক্রীড়াসূচি। 1/6 সুপার এইটের ২টি গ্রুপ থেকে ৩টি দল সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের শেষে নির্ধারিত হয় চতুর্থ তথা শেষ সেমিফাইনালিস্ট। গ্রুপ-ওয়ান থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাওয়ার পরেই স্পষ্ট হয়ে যায় চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের সূচি। ছবি- এপি। 2/6 সুপার এইট গ্রুপ-টু থেকে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড শেষ চারের টিকিট হাতে পেয়েছে গ্রুপ-টুয়ের দুই নম্বর দল হিসেবে। ছবি- এএফপি। 3/6 নিয়ম মতো সুপার এইট গ্রুপ-ওয়ানের ১ নম্বর দলের গ্রুপ-টুয়ের ২ নম্বর দলের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলার কথা। গ্রুপ-ওয়ানের ২ নম্বর দলের গ্রুপ-টুয়ের ১ নম্বর দলের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার কথা। ছবি- এএফপি। 4/6 সুপার-এইট গ্রুপ-ওয়ানের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পায় আফগানিস্তান। সুতরাং, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে মাঠে নামার কথা ভারতের এবং আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলার কথা দক্ষিণ আফ্রিকার। ছবি- এএফপি। 5/6 তবে আইসিসি আগেই নির্ধারিত করে রেখেছে যে ভারত সেমিফাইনালে উঠলে ২ নম্বর সেমিফাইনাল ম্যাচটিতে মাঠে নামবে। সুতরাং, এক্ষেত্রে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম সেমিফাইনাল পরিণত হয় দ্বিতীয় সেমিফাইনালে। আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে আগে অর্থাৎ প্রথম সেমিফাইনাল হিসেবে। ছবি- এএনআই। 6/6 ভারতীয় সময় অনুযায়ী ২৭ জুন সকাল ৬টায় ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। এই ম্যাচটিতে সম্মুখসমরে নামবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ২৯ জুন ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা থেকে ব্রিজটাউনে খেলা হবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ছবি- বিসিসিআই টুইটার।