T20 World Cup 2024 Super 8 Group-1 Final Points Table: বিশ্বকাপের সুপার এইট গ্রুপ-ওয়ান থেকে কোন ২টি দল শেষ চারের টিকিট হাতে পেল আর ছিটকে গেল কারা, দেখে নিন চূড়ান্ত পয়েন্ট তালিকা।
1/5 মঙ্গলবার কিংসটাউনে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান। সেই সুবাদে তারা গ্রুপ-ওয়ান থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আফগানিস্তানের জয়ের সঙ্গে সঙ্গেই সুপার এইট রাউন্ডের লড়াই শেষ হয়। সেই সঙ্গে নির্ধারিত হয়ে যায় সেমিফাইনালের সূচি। আপাতত সুপার এইট রাউন্ডের শেষে দেখে নেওয়া যাক গ্রুপ-ওয়ানের চূড়ান্ত পয়েন্ট তালিকা। ছবি- পিটিআই।
2/5 ভারত সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেয় আফগানিস্তানকে। তারা সুপার এইটের দ্বিতীয় ম্যাচে পরাজিত করে বাংলাদেশকে। সুপার এইটের তৃতীয় তথা শেষ ম্যাচে অজিদের বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। সুতরাং, ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে টিম ইন্ডিয়া। ভারত গ্রুপ-ওয়ানের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে। টিম ইন্ডিয়ার নেট রেন-রেট +২.০১৭। ছবি- এএফপি।
3/5 আফগানিস্তান সুপার এইট রাউন্ডে তাদের প্রথম ম্যাচে হেরে যায় ভারতের কাছে। তবে তারা দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরাজিত করে যথাক্রমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে। সুতরাং, ৩ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে আফগানিস্তান। তারা গ্রুপ-ওয়ানের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে এবং গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে। আফগানিস্তানের নেট রান-রেট -০.৩০৫। ছবি- পিটিআই।
4/5 অস্ট্রেলিয়া সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়। তবে তারা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত হয়। শেষে সুপার এইটের তৃতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যান মিচেল মার্শরা। অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করে এবং গ্রুপ-ওয়ানের তৃতীয় স্থানে থাকে। তাদের নেট রান-রেট -০.৩৩১। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে ছোট ব্যবধানে আফগানিস্তানকে হারালে তবেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল অজিদের সামনে। তবে আফগানিস্তান শেষমেশ বাংলাদেশকে পরাজিত করায় এবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া। ছবি- এএফপি।
5/5 বাংলাদেশ সুপার এইট রাউন্ডের একটিও ম্যাচ জিততে পারেনি। তারা প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় ভারতের কাছে। এবার নাজমুলরা তৃতীয় তথা শেষ ম্যাচে হার মানেন আফগানিস্তানের কাছে। সুতরাং, ৩ ম্যাচ খেলেও পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। তাদের নেট রান-রেট -১.৭০৯। গ্রুপ-ওয়ানের চার নম্বরে থেক বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ছবি- এপি।