অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই জমিয়ে দিল আফগানিস্তান। অজিদের ২১ রানে হারানোর ফলে এখনও গ্রুপ ‘১’ থেকে কোনও দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হল না। কোন অঙ্কে কোন দল যেতে পারবে, তা দেখে নিন।
1/9 সুপার এইটের গ্রুপ '১'-তে প্রথম দুটি ম্যাচেই জিতেছে ভারত। আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। দুটি ম্যাচের শেষে ঝুলিতে চার পয়েন্ট আছে রোহিত শর্মার। নেট রানরেট +২.৪২৫। আফগানিস্তান জিতে যাওয়ায় গ্রুপ লিগের শীর্ষে আছে ভারত। (ছবি সৌজন্যে পিটিআই)
2/9 আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেলেও গ্রুপের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সুবাদে আপাতত ঝুলিতে দু'পয়েন্ট আছে। একটি ম্যাচে জিতেছে। একটি ম্যাচে হেরেছে। নেট রানরেট হল +০.২২৩। (ছবি সৌজন্যে এপি)
4/9 আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ '১'-র পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে বাংলাদেশ। দুটি ম্যাচে খেলেছে। দুটি ম্যাচেই হেরে গিয়েছে। স্বভাবতই ঝুলিতে এক পয়েন্টও নেই। নেট রানরেটও অত্যন্ত খারাপ। বাংলাদেশের নেট রানরেট হল -২.৪৮৯। (ছবি সৌজন্যে এপি)
5/9 টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ '১'-তে কোন কোন ম্যাচ বাকি আছে? সোমবার রাত আটটায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। আর মঙ্গলবার সকাল ছ'টায় বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। স্থানীয় সময় অনুযায়ী, দুটি ম্যাচই হবে সোমবার। আর ভারতীয় সময় অনুযায়ী, সোমবার খেলা হবে ভারতের। মঙ্গলবার খেলা হবে আফগানিস্তানের। (ছবি সৌজন্যে পিটিআই)
6/9 ভারত কীভাবে সেমিফাইনালে যেতে পারবে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেলেই ভারতের টিকিট নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের ঝুলিতে থাকবে ছয় পয়েন্ট। হেরে গেলেও সেমিতে উঠে যেতে পারে। অজিদের বিরুদ্ধে ভারতকে কম ব্যবধানে হারতে হবে। আর প্রার্থনা করতে হবে যে আফগানরা যেন হেরে যান বা বাংলাদেশের বিরুদ্ধে এমন ব্যবধানে না জেতেন যে ভারতের থেকে নেট রানরেট বেশি হয়। যদি আফগানিস্তান জিতে যায় এবং ভারত হেরে যায়, তাহলে অস্ট্রেলিয়ার পাশাপাশি ওই দুই দলের পয়েন্ট হবে চার। নেট রানরেটের উপর নির্ভর করবে যে কারা সেমিতে যাবে। (ছবি সৌজন্যে এএফপি)
7/9 অস্ট্রেলিয়া কীভাবে সেমিফাইনালে যাবে? ১) ভারতের বিরুদ্ধে জিততে হবে। আর আফগানিস্তানের হার চাইতে হবে। তাহলেই ভারতের সঙ্গে সেমিতে পৌঁছে যাবেন অজিরা। ২) অস্ট্রেলিয়া জিতল, আফগানিস্তানও জিতল। তাহলে ভারত, অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার চার পয়েন্ট হবে। নেট রানেরেটর উপর নির্ভর করবে যে কোন দুটি দল সেমিতে যাবে। ৩) হেরে গেলেও বিশ্বকাপে টিকে থাকতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে যে বাংলাদেশ যেন জিতে যায়। তাহলে বাংলাদেশ, আফগান এবং অস্ট্রেলিয়ার ঝুলিতে দু'পয়েন্ট থাকবে। যে দলের নেট রানরেট বেশি হবে, তারা ভারতের সঙ্গে সেমিতে যাবে। (ছবি সৌজন্যে এপি)
8/9 আফগানিস্তান কীভাবে সেমিতে যাবে? ১) বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে। আর ভারতের জয়ের প্রার্থনা করতে হবে। তাহলে ভারতের সঙ্গে সেমিতে উঠে যাবে। ২) আফগানরা জিতলেন, ভারত হারল- তাহলে তিন দলের ঝুলিতে চার পয়েন্ট থাকবে। নেট রানরেটের উপর আফগানদের ভাগ্য নির্ভর করবে। ৩) আফগানরা হেরে গেলেন, ভারত জিতে গেল- তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে লড়াইটা হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সঙ্গে। যে দেশের নেট রানরেট বেশি, সেই দল সেমিতে যাবে। (ছবি সৌজন্যে এপি)
9/9 বাংলাদেশ কীভাবে সেমিতে যেতে পারবে? ভারতকে জিততেই হবে, আর বাংলাদেশকে জিততে হবে - তাহলে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট হবে দুই। নেট রানরেটের উপরে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে। তাছাড়া কোনও উপায় নেই। কিন্তু বাস্তব বিচার করলে বাংলাদেশের প্যাকিং করে রাখা উচিত। (ছবি সৌজন্যে এএফপি)