Team India Victory Parade: ইয়ে মুম্বই হ্যায় মেরি জান! ১৩ বছর পর শাপমুক্তি, আবেগে ভাসল ম্যাক্সিমাম সিটি
Updated: 04 Jul 2024, 04:48 PM ISTT20 World Cup victory parade in Mumbai: বোর্ড সচিব জয় শাহ আগেই ঘোষণা করেছিলেন যে, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিশ্বকাপ জেতার পুরস্কার হিসাবে ১২৫ কোটি টাকা দেওয়া হবে। ওয়াংখেড়েতে গোটা দলের হাতে সেই চেক তুলে দেন জয় শাহ এবং রজার বিনি। আর ওয়াংখেড়েতে পৌঁছেই সেলিব্রেশনে মাতেন রোহিত-কোহলিরা।
পরবর্তী ফটো গ্যালারি