Tala Bridge Inauguration: আজ উদ্বোধন হতে চলেছে টালা সেতুর। কিছুক্ষণ পরেই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পুরনো সেতু ভাঙার কাজ শুরু হয়েছিল। আজ নবরূপে প্রাণ পাচ্ছে শহরতলির ‘লাইফলাইন’। জেনে নিন সেই সেতুর গুরুত্বপূর্ণ তথ্য -
1/5আজই যেন ঢাকে কাঠি পড়ে গেল। মহালয়ার আগেই সেরকম উন্মাদনা তৈরি হয়েছে টালা সেতুর উদ্বোধন ঘিরে। আজ নবরূপে টালা সেতুর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সেতু বরাবর কলকাতার সঙ্গে উত্তর শহরতলি এবং উত্তর ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থার ‘লাইফলাইন’ হয়ে থেকেছে। (ছবি সৌজন্যে এএনআই)
2/5নয়া টালা সেতু প্রায় ৭৪৪ মিটার লম্বা। যা নির্মাণে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। সেতুটি চারটি লেন আছে। দুটি ফ্ল্যাঙ্কে বিভক্ত নয়া টালা সেতু। সূত্রের খবর, প্রাথমিক টালা সেতু দিয়ে ছোটো যানবাহন চলাচল করবে। আপাতত ঠিক আছে, এক সপ্তাহ পর থেকে ভারী গাড়ি উঠতে পারবে টালা সেতুতে। (ছবি সৌজন্যে এএনআই)
3/5পূর্ত দফতর সূত্রে খবর, আপাতত ডানলপ থেকে শ্যামবাজারের দিকে আসার ফ্ল্যাঙ্ক দিয়ে দু'দিকেই গাড়ি চালানো হতে পারে। আবার প্রয়োজনে টালা সেতুর ওই ফ্ল্যাঙ্কটি একমুখী রাখা হবে। সেক্ষেত্রে সেতুর লাগোয়া কোনও রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। চতুর্থী (২৯ সেপ্টেম্বর) থেকে দুটি ফ্ল্যাঙ্কই খুলে দেওয়া হবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
4/5কেন টালা সেতু ভাঙা হয়েছিল? ২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাট সেতু ভেঙে পড়েছিল। তারপরই কলকাতার সব সেতু পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষায় টালা সেতুর ‘শরীর খারাপ’ ধরা পড়ে। তাই টালা সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে সেতু ভাঙার কাজ শুরু হয়। এপ্রিলে তা শেষ হয়। ওই বছরের অগস্ট থেকে টালা সেতু নির্মাণ কাজ শুরু হয়। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
5/5টালা সেতু নির্মাণের দায়িত্বে ছিল লার্সেন অ্যান্ড টারবো লিমিটেড। কারিগরি সহায়তা করেছে আইআইটি খড়্গপুর। প্রাথমিকভাবে চলতি বছরের এপ্রিলে (বৈশাখ মাস) টালা সেতু উদ্বোধনের কথা ছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে টালা সেতু চালু করা যায়নি। এবার মহালয়ার দিন উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে আগেই কাজ শেষ হয়ে যাওয়ায় আজ উদ্বোধন করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)