1/8সিঁথি রাঙানো চওড়া লাল সিঁদুরে, কপালে চন্দন, পরনে সোনালি বেনারসি- কনের সাজে একে পর এক ছবি পোস্ট করে চমকে দিলেন তনুশ্রী। সকলের মনেই প্রশ্ন তবে কি টলিউডে বিয়ের সানাই বাজল?
2/8সোনালি বেনারসি শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। হাত রাঙানো আলতায়-নব্য বিবাহিতার বেশে এদিন ইনস্টাগ্রামে একের পর ছবি শেয়ার করেন অভিনেত্রী। আর তা দেখেই জল্পনা রটে, তাহলে কি গোপনে বিয়ে করে ফেললেন তনুশ্রী!
3/8না, না- ঘাবড়ে যাবেন না, গোপনে বিয়ে সারেননি তনুশ্রী। কোনও প্রমোশ্যানাল কাজে বধূবেশে এই ফটোশ্যুট করেছেন তনুশ্রী। ছবিটি তুলেছেন প্রিয়ম বক্সী। অভিনেত্রীর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন রুদ্র সাহা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8কনের সাজে তনুশ্রীকে দেখে শুধু ফ্যানেরাই নয়, এক্সাইটেড মিমিও। তিনি সটান প্রশ্ন রাখেন, ‘বিয়েটা কবে?’ কাছের বান্ধবীকে পালটা জবাব দিতেও ছাড়েননি তনুশ্রী।
6/8উল্লেখ্য, গেরুয়া শিবিরের হয়ে শ্যামপুর থেকে ভোটে লড়েছিলেন তনুশ্রী। কিন্তু শক্তঘাঁটিতেও পদ্ম ফোটাতে ব্যর্থ হন নায়িকা। এরপর গত মাসে রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন অভিনেত্রী। আপতত অভিনয় কেরিয়ারেই মন দিতে চান তনুশ্রী।
7/8অনেকের ধারণা হয়ত বিয়ে করে ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করতে পারেন তনুশ্রী। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী রাজ কুমার গুপ্তার সঙ্গে তনুশ্রীর প্রেম সম্পর্কে থাকার গুঞ্জন শোনা যায়। প্রেমিকের অস্তিত্বের কথা দিদি নম্বর ওয়ানের মঞ্চে মেনে নিলেও তাঁর নাম প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
8/8সম্প্রতি নিজের টলিউডের বন্ধুদের নিয়ে রাজকুমার গুপ্তার সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে তনুশ্রীকে। কিন্তু সম্পর্ক নিয়ে আপতত স্পিকটি নট তনুশ্রী। (ছবি-ফেসবুক)