দুবাই ট্যুরে এত বেশি শপিং করার ফলে নতুন স্যুটকেস কিনে ফিরতে হয়েছে নায়িকাকে। রইল তাঁর দুবাই ট্যুরের ঝলক-
1/7জিৎ-এর পাশাপাশি ‘রাবণ’ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে বাজিমাত করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে এই ছবি। সদ্য দুবাইয়ে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে যোগদান করতে, মরু শহরে উড়ে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/7প্রচণ্ড ব্যস্ত কাজের শিডিউল থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছিলেন তিনি। তাই ছুটি কাটাতে দু-দিনের জন্য পাড়ি দিয়েছিলেন মরু শহরে। সেখানে কখনও ইয়টে চড়ে আবার কখনও তুমুল শপিং করে সময় কাটিয়েছেন।
3/7সমুদ্র বক্ষে ইয়টে চড়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই টলি সুন্দরী। একই সঙ্গে দুবাইকে বলা হয় ‘শপার্স প্যারাডাইস’। আর নিজেও প্রচণ্ড শপিং করতে ভালোবাসেন অভিনেত্রী। তাই মন খুলে শপিং করেছেন সেখানে।
4/7প্রায় দু-বছর করোনা মহামারীর জেরে ঘরবন্দি ছিলেন। বেড়াতে যাওয়া তো দূর, ঘর থেকে বেরানোর জো ছিল না। তাই তিনি দুবাই গিয়ে ইচ্ছে মতো শপিং করেছেন।
5/7অভিনেত্রীর শপিংয়ের তালিকায় রয়েছে ব্যাগ, পারফিউম, পোশাক, গয়না , জুতো থেকে বিভিন্ন রকমের মশলা। ব্যাগ ভরে শপিং সেরেছেন নায়িকা।
6/7শপিং করতে মন থেকে শান্তি পান বলে জানিয়েছেন তনুশ্রী। অবশ্য মশকরা করে বলেছেন, এত শপিং করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা।
7/7অভিনেত্রী দুবাই ট্যুরে এক বেশি শপিং সেরেছেন যে তাঁর ব্যাগে ভরে আনার জায়গা হয়নি। ফলে নতুন স্যুটকেস কিনে সেগুলি আনতে হয়েছে। সব মিলিয়ে তনুশ্রীর দুবাই ট্যুর যে দুর্দান্ত ছিল তা বলাই যায়।