Tata Cars Diwali October 2022 Discounts: পেট্রোলের... more
Tata Cars Diwali October 2022 Discounts: পেট্রোলের পাশাপাশি সিএনজি মডেলেও এই ছাড় পাওয়া যাবে। ক্যাশ ও এক্সচেঞ্জের আওতায় এই সুবিধাগুলি দেওয়া হবে। টাটা মোটর্সের এই অফার আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক কোন মডেলে কত ডিসকাউন্ট পাবেন।
1/6Tata Cars Diwali October 2022 Discounts: সামনেই দিওয়ালি। এই সময়ে দেশজুড়ে গাড়ির বিক্রি বাড়ে। আর সেই বাজারেই নতুন অফার্স আনল Tata Motors। এই অফারের অধীনে ৬০ হাজার টাকা পর্যন্ত বেনেফিট পাবেন। টাটা মোটর্সের Altroz, Tiago, Tigor, Harrier এবং Safari-তে এই অফার প্রযোজ্য। ফাইল ছবি: রয়টার্স (PTI)
2/6পেট্রোলের পাশাপাশি সিএনজি মডেলেও এই ছাড় পাওয়া যাবে। ক্যাশ ও এক্সচেঞ্জের আওতায় এই সুবিধাগুলি দেওয়া হবে। টাটা মোটর্সের এই অফার আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য। আসুন জেনে নেওয়া যাক কোন মডেলে কত ডিসকাউন্ট পাবেন। ফাইল ছবি : রয়টার্স (PTI)
3/6Altroz: Tata-র এই প্রিমিয়াম হ্যাচব্যাকে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ১০ হাজার ক্যাশ ছাড় এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
4/6Tata Tiago: টিয়াগো-র পেট্রোল (AMT) মডেলে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২০ হাজার ক্যাশ ছাড় এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। CNG মডেলেও ৩০,০০০ টাকা ছাড় পাবেন। ছবি : টাটা মোটর্স (PTI)
5/6Tata Tigor: টাটার এই সেডানেও পেট্রোল মডেলে ৩০,০০০ টাকা ছাড় পাবেন। এক্ষেত্রেও ২০ হাজার ক্যাশ ছাড় এবং ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন। সিএনজি মডেলের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। ফাইল ছবি : টাটা মোটর্স (PTI)
6/6Tata Harrier: টাটার জনপ্রিয় SUV Harrier এবং Safari-এ (KZR বাদে) ৪০,০০০ টাকা ছাড় পাবেন। এক্সচেঞ্জ বোনাসের অধীনে এই ছাড় পাবেন। ফাইল ছবি : টাটা মোটর্স (PTI)