Share Market News: টাটা গ্রুপের এই শেয়ার গত এক বছরে ১৫৭%-এর বেশি রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, ৪২৫% ডিভিডেন্ড দিয়েছে Tata Elxsi। মুনাফা হয়েছে ১৬০ কোটি টাকার
1/6টাটা গ্রুপের শেয়ার Tata Elxsi। ব্যবসায় দুর্দান্ত পারফর্ম করছে এই সংস্থা। আর তার ফলে শেয়ার বাজারেও দুর্দান্ত মুনাফা পেতে পারেন বিনিয়োগকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
2/6Tata Elxsi-র বোর্ড জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ৪২৫% চূড়ান্ত লভ্যাংশের(শেয়ার প্রতি ৪২.৫০ টাকা) ঘোষণা করেছে। ২০২২-এর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে টাটা Tata Elxsi-র শেয়ারে নিট মুনাফা ১৬০ টাকা। গত বছরের একই সময়পর্বের তুলনায় প্রায় ৩৯% বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
3/6Tata Elxsi-র শেয়ার গত ১ বছরে ১৫৯%-এর বেশি রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (REUTERS)