TTML Share Price: টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্রের শেয়ারে পতন। মাত্র কয়েক মাসের ব্যবধানে ৬২% কমেছে এই শেয়ারের দাম। তবে কি এখনই এতে বিনিয়োগের সেরা সুযোগ?
1/6টাটা গ্রুপের শেয়ার TTML বেশ জনপ্রিয়। গত কয়েক বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই শেয়ার। কিন্তু চলতি বছরটা এই শেয়ারের জন্য ভাল কাটছে না। বর্তমানে তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ থেকে প্রায় ৬২% পড়ে গিয়েছে এই শেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই) (Reuters & PTI)
2/6গত ১১ জানুয়ারি ২০২২-এ টাটা গ্রুপের এই শেয়ারটি তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ, ২৯১.০৫ টাকায় পৌঁছেছিল। ফাইল ছবি : টাটা (Reuters & PTI)
3/6টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্রে-এর শেয়ার বর্তমানে ১১৩.৯৫ টাকায় রয়েছে। শুক্রবারও এটি ১.০৪% কমেছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters & PTI)
4/6গত পাঁচ সেশনে এই শেয়ার ৪.৬৮% কমেছে। গত এক মাসে স্টকটি ১০.৪৫% কমেছে। অন্যদিকে এই একই সময়পর্বে সেনসেক্স ২.৩২% বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters & PTI)
6/6তবে, অন্যদিকে, স্টকটি গত এক বছরে ১৫৯.৮৬% বৃদ্ধি পেয়েছে। এই সময়ে এটি তার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সংস্থার মার্কেট ক্যাপ ২২,৪৩৩ কোটি টাকা। ছবি: গুগল ফিন্যান্স (Reuters & PTI)