Tata Group Shares: টাটা গ্রুপের কোনও শেয়ারে বিনিয়োগ করেছেন আপনি? তাহলে আপনি কয়েক বছরেই কোটিপতি হয়ে যাওয়ার সুযোগও ছিল। কারণ টাটা গ্রুপের একটি শেয়ারে ২০,০০০ শতাংশের বেশি রিটার্ন মিলেছে। তার ফলে এক লাখ টাকা পরিণত হয়েছে দু'কোটি টাকায়।
1/5এক লাখ টাকা হল ২ কোটি! টাটা গ্রুপের এই শেয়ারে ২০,০০০ শতাংশের বেশি রিটার্ন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5টাটা গ্রুপের একটি শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। যে শেয়ারে টাকা রেখে কয়েক বছরেই বিনিয়োগকারীদের এক লাখ টাকা দু'কোটি টাকা হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5গত ৫২ সপ্তাহে Tata Elxsi-র প্রতিটি শেয়ার ৯,৪২০ টাকার সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল। ৫২ সপ্তাাহের সর্বনিম্ন স্তর ছিল ৪,১০৭.০৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5২০০৯ সালের ২০ মার্চ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) Tata Elxsi-র প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৮.৮৮ টাকা। যা আজ ৭,৮১৯.০৫ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ ১৩ বছরে বিনিয়োগকারীদের ২০,০০০ শতাংশ রিটার্ন দিয়েছে Tata Elxsi। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5কোনও লগ্নিকারী যদি Tata Elxsi-র শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে বর্তমানে তিনি দু'কোটি টাকারও বেশি ফেরত পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)