2/6টাটা স্টিলের আর্থিক রিপোর্ট যদি দেখেন, তাহলে দেখা যাবে সবই বেশ পজিটিভ। গত বছরের তুলনায় মোট উপার্জন, আয়, মোট লাভ বেড়েছে। ফলে সামগ্রিকভাবে শেয়ারটি ভরসাযোগ্য বলা যায়। উপার্জন পিছু ব্যয় বেড়েছে। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS/Phil Noble)
4/6তবে গত ৩ দিনে, টাটা স্টিলের শেয়ার ৩.৪৫% বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সরকারি সূত্রে ইস্পাতের উত্পাদন বৃদ্ধির খবর মিলেছে। সেই সঙ্গে চিনে বেড়েছে অভ্যন্তরীণ চাহিদা। ফলে আগামিদিনে ভারতের ইস্পাতের রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সেটা হলেই চড়তে পারে ইস্পাতের শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS/Phil Noble)
5/6গত এক বছরে টাটা স্টিলের শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১,৫৩৪ টাকা। অর্থাত্ এখনকার দামে এই শেয়ার কিনলে দীর্ঘ মেয়াদে শেয়ারটির উত্থানের অনেকটাই সম্ভাবনা রয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS/Phil Noble)
6/6গত ৫ বছরের হিসাব যদি দেখেন, ২০১৭ সালের ১৪ জুলাই টাটা স্টিলের শেয়ারের দাম ৫৩২ টাকা করে ছিল। অর্থাত্ এখনও পর্যন্ত ৬৬%-এরও বেশি রিটার্ন দিয়েছে এই শেয়ারটি। ছবি: গুগল ফিন্যান্স (REUTERS/Phil Noble)