Tata Group stock to buy: শেয়ার বাজারে বিনিয়োগের পরিকল্পনা করছেন? তাও টাটা গ্রুপের কোনও শেয়ারে লগ্নির ভাবনাচিন্তা আছে? তাহলে আপনার হাতে দারুণ সুযোগ আছে। কারণ টাটা গ্রুপের একটি সংস্থার শেয়ার আগামী এক বছর অনেকটা বাড়তে পারে। জেনে নিন বিশদে -
1/6টাটা গ্রুপের কোনও শেয়ারে বিনিয়োগ করতে চান? তাহলে টাটা মোটরসের শেয়ারে টাকা ঢালতে পারেন। বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারে উর্ধ্বমুখী থাকবে টাটা মোটরস (Tata Motors Share)। আগামী কয়েকদিনে তা ৭৫ শতাংশ বাড়তে পারে বলেও আশাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6আপাতত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাটা মোটর্সের প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৩৯০.৫৫ টাকা। ব্রোকারেজ ফার্ম আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, আগামিদিনে সেই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৬৮০ টাকায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ ৭৫ শতাংশ উত্থান হতে পারে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/6আইসিআইসিআই সিকিউরিটিজের পরামর্শ, ৬৮০ টাকা 'টার্গেট প্রাইজ' ধরে টাটা মোটরসের শেয়ার কেনা যেতে পারে। এক বছরের মধ্যে সেই 'টার্গেট প্রাইজ'-এ পৌঁছাতে টাটা মোটরস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)