টাটার চারটি এয়ারলাইন ব্র্যান্ড ছিল। সেগুলি হল এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেড এবং এয়ারএশিয়া ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া চলতি মাসের শুরুতে এয়ার এশিয়ার স্থানীয় ব্যবসার অধিগ্রহণ করার ঘোষণা করে। তাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।
1/6চারটি এয়ারলাইন ব্র্যান্ডকেই এয়ার ইন্ডিয়া লিমিটেডের অধীনে একীভূত করা হবে। এমনই এক পরিকল্পনার বিবেচনা করছে টাটা গোষ্ঠী। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তিদের মতে, সংস্থা বিভিন্ন উপায়ে তাদের বিমান পরিষেবার ব্যবসার পুনর্গঠনের প্রচেষ্টা করছে। ফাইল ছবি : এএনআই (MINT_PRINT)
2/6তবে এর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল ভিস্তারা ব্র্যান্ড তুলে দেওয়াক ভাবনা। হ্যাঁ, এমনটাও করা হতে পারে আগামিদিনে। যদিও বিষয়টি আপাতত বিবেচনাধীন। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (MINT_PRINT)
3/6টাটা গ্রুপ, এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার প্রতিনিধিরাও মুখে কুলুপ এঁটেছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের এক পুরনো বিবৃতি অনুযায়ী, এসআইএ এবং টাটার মধ্যে আলোচনা চলছে। দুই সংস্থা তাদের মধ্যের অংশীদারিত্ব আরও বাড়াতে চায়। ফাইল ছবি: ব্লুমবার্গ (MINT_PRINT)
4/6নতুন মালিক টাটার উদ্যোগে ঢেলে সাজানো হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রায় ৩০০টি ন্যারো-বডি জেট অর্ডার দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাণিজ্যিক বিমান চলাচলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় অর্ডারগুলির মধ্যে অন্যতম হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (MINT_PRINT)
5/6এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ক্যাম্পবেল উইলসন গত মাসে জানান, আগামী পাঁচ বছরে এয়ার ইন্ডিয়ার বিমানের সংখ্যা ৩ গুণ বৃদ্ধি করা হবে। বর্তমানে তাদের মোট ১১৩টি বিমান রয়েছে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)