বাংলা নিউজ > ছবিঘর > Air India-Vistara Merger: ভিস্তারা-ও কি উঠে যাবে? Tata-র পরিকল্পনা নিয়ে জল্পনা

Air India-Vistara Merger: ভিস্তারা-ও কি উঠে যাবে? Tata-র পরিকল্পনা নিয়ে জল্পনা

টাটার চারটি এয়ারলাইন ব্র্যান্ড ছিল। সেগুলি হল এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিমিটেড এবং এয়ারএশিয়া ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া চলতি মাসের শুরুতে এয়ার এশিয়ার স্থানীয় ব্যবসার অধিগ্রহণ করার ঘোষণা করে। তাকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।