বাজার বিশেষজ্ঞদের মতে, টাটা মোটর্সের দাম ৫৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে কতটা লাভ হবে?
1/6শেয়ার বাজার পরামর্শদাতা ও পর্যবেক্ষণকারী সংস্থা এমকে গ্লোবাল(Emkay Global)-এর মতে এই শেয়ারের দাম আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। কতটা বাড়তে পারে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
2/6বাজার বিশেষজ্ঞদের মতে, টাটা মোটর্সের দাম ৫৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে কতটা লাভ হবে? (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/6৫৩০ টাকার স্তরে গেলে শেয়ারে ২১.৫৬% রিটার্ন মিলতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই) (PTI)
4/6২০২২ সালটা যদিও টাটা মোটর্সের শেয়ারের পক্ষে ভাল যাচ্ছে না। ৩ জানুয়ারি ২০২২-এ শেয়ারের দাম ছিল ৪৯৭.৬০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
5/6সেটা ২৯ এপ্রিল ২০২২-এ কমে ৪৩৬.৯৫ টাকা হয়ে গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ফের বাড়বে এই শেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
6/6তবে এই শেয়ারে সত্যিকারের মুনাফা করেছেন করোনার সময়ের বিনিয়োগকারীরা। গত ২০২০ সালের ৩ এপ্রিল টাটা মোটর্সের শেয়ারের দাম কমে মাত্র ৬৫.৩০ টাকা হয়ে গিয়েছিল। আর সেই শেয়ারই পরে এতটা বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: রয়টার্স (PTI)