এই শেয়ারে সত্যিকারের মুনাফা করেছেন করোনার সময়ের বিনিয়োগকারীরা। গত ২০২০ সালের ৩ এপ্রিল টাটা মোটর্সের শেয়ারের দাম কমে মাত্র ৬৫.৩০ টাকা হয়ে গিয়েছিল।
1/5টাটা মোটর্সের শেয়ারে লাভের সম্ভাবনা আছে। এমনটাই মত বাজার বিশেষজ্ঞদের একাংশের। দুঁদে বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালাও এই শেয়ারে আস্থা বজায় রেখেছেন। আর তিনি যে এমনি এমনি এমনটা করবেন না, তা বলাই বাহুল্য। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (REUTERS/Phil Noble)
2/5২০২২ সালটা যদিও টাটা মোটর্সের শেয়ারের পক্ষে ভাল যায়নি। ৩ জানুয়ারি ২০২২-এ শেয়ারের দাম ছিল ৪৯৭.৬০ টাকা।(ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (REUTERS/Phil Noble)
3/5সেটা ২৯ এপ্রিল ২০২২-এ কমে ৪৩৬.৯৫ টাকা হয়ে গিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ফের বাড়বে এই শেয়ার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (REUTERS/Phil Noble)
4/5তবে এই শেয়ারে সত্যিকারের মুনাফা করেছেন করোনার সময়ের বিনিয়োগকারীরা। গত ২০২০ সালের ৩ এপ্রিল টাটা মোটর্সের শেয়ারের দাম কমে মাত্র ৬৫.৩০ টাকা হয়ে গিয়েছিল। আর সেই শেয়ারই পরে এতটা বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: রয়টার্স(এডিটেড) (REUTERS/Phil Noble)
5/5অর্থাত্, এর থেকে প্রমাণ হয় যে, সঠিক সময়ে বিনিয়োগের মাধ্যমে আপাত সাধারণ শেয়ারেও দুর্দান্ত মুনাফা করা সম্ভব। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Phil Noble)