টিসিএস-এর আধিকারিকদের সূত্রে খবর, এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা। কর্মীদের একটি ছোট অংশকেই প্রভাবিত করবে। খরচের উদ্বেগের কারণে এটা একেবারেই নয়।
1/5জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য কিছু কর্মচারীর জন্য পারফরম্যান্স বোনাস বা ভেরিয়েবল পে পিছিয়ে দিল টিসিএস(TCS)। টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা। ছবি : রয়টার্স (Reuters)
2/5C3A, C3B, C4 এবং সমতুল গ্রেডের জন্য ভেরিয়েবল পে এক মাস বিলম্বিত করা হয়েছে। এঁরা মূলত সহকারী পরামর্শদাতা, সহযোগী পরামর্শদাতা এবং পরামর্শদাতা স্তরের কর্মচারী। ছবি : রয়টার্স (Reuters)
3/5জুলাই মাসে যে টাকা প্রদানের কথা ছিল, তা এখন অগস্টের শেষের মধ্যে পরিশোধ করা হবে। ইকোনমিক টাইমসের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ছবি : রয়টার্স (Reuters)
4/5ET-কে দেওয়া সাক্ষাত্কারে টিসিএস-এর এক কর্মী জানান, পারফরম্যান্স বোনাস ত্রৈমাসিক শেষ হওয়ার পরে বেতনের সঙ্গে দেওয়া হয়। তবে এবার কিছুটা বিলম্ব হবে বলে জানানো হয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5টিসিএস-এর আধিকারিকদের সূত্রে খবর, এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা। কর্মীদের একটি ছোট অংশকেই প্রভাবিত করবে। খরচের উদ্বেগের কারণে এটা একেবারেই নয়। আসলে বিপুল সংখ্যক কর্মী থাকায় সবার সবার পারফর্ম্যান্স রিভিউ এখনও শেষ হয়নি। ফলে এর সঙ্গে সংস্থার ব্যবসা বা অন্য পদক্ষেপ নিয়ে জল্পনা করা উচিত্ নয়। ফাইল ছবি: পিটিআই (Reuters)