শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সমাজের জ্ঞানীগুণিদের সম্মান জানানো হল ফুলের তোড়া দিয়ে, তাঁদের বাড়ি গিয়ে।
1/6এঁরা প্রত্যেকেই নিজস্ব ক্ষেত্রে পরিচিত নিজেদের প্রতিভার জন্য। কেউ অভিনয়, কেউ সংগীত কেউ বা নাচ দিয়ে অগুণতির কাছে নিজেদের গুরু হিসেবে স্থাপন করেছেন। তাঁদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগী হল রাজ্য সরকার। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস নিজে সকলের বাড়ি গিয়ে সম্মান জানিয়ে আসেন সকলের হয়ে।
2/6নৃত্যগুরু শ্রীমতি থাঙ্কমণি কুট্টির বাড়িতে উপস্থিত হয়েছিলেন অরূপ বিশ্বাস। সম্মান জানান তাঁকে ফুলের তোড়া উপহার হিসেবে দিয়ে।
3/6গানের জগতে হৈমন্তী শুক্লার পরিচিতি আজও অমলিন। তাই প্রবীণ গায়িকাকে সম্মান জানানো হল শিক্ষক দিবসের দিনেই।
4/6পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অরূপ বিশ্বাস। করোনাবিধি মেনেই সরকারের পক্ষ থেকে এদিন নেওয়া হয়েছিল এই অভিনব উদ্যোগ।
6/6বাংলা ছবিতে রঞ্জিত মল্লিকের অবদান অনস্বীরার্য। বহু হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। তরুণ অভিনেতাদের কাছে তিনি তো শিক্ষাগুরুই। তাই এদিন তাঁকেও সম্মান জানানো হয় সরকারের পক্ষ থেকে।