‘অন স্ক্রিন বউয়ের সঙ্গে কী ছবি না তুললে হয়! এক পিক তো বনতা হ্যায়’, বললেন ‘জগদম্বা’ রসনি ভট্টাচার্য।
1/11পুরোদস্তুর সেলিব্রেশন মুডে রয়েছে টিম ‘করুণাময়ী রাণী রাসমমণি’ কারণ তাঁদের আদরের ‘গোগো’-র বিয়ের বলে কথা! হ্যাঁ, গৌরব চট্টোপাধ্যায়কে তো এই নামেই ডাকেন খোদ রানিমা দিতিপ্রিয়া রায়।
2/11শুক্রবার ছিল গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের গ্র্যান্ড রিসেপশন। আর এদিন নিজের অনস্ক্রিন বউ অর্থাত্ পর্দার জগদম্বার সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হলেন গৌরব। অভিনেত্রী রসনি ভট্টাচার্য তো বলেই ফেললেন- ‘অন-স্ক্রিন বউয়ের সঙ্গে কী ছবি না তুললে হয়!’
3/11রানি রাসমণি পরিবারের ছেলেরাও পিছিয়ে ছিলেন না।'রাবলীনা' রিপেশনে ভূপালচন্দ্র অর্থাত্ অভিনেতা বিশ্ববসু বিশ্বাস। (ছবি-ইনস্টাগ্রাম)
4/11মথুরামোহনের আনন্দ ভাগ করে নিতে পৌঁছেছিলেন রাঘবেন্দ্র, ওরফে অভিনেতা অমিতভ দাস। তবে এদিন একদম মর্ডান অবতারে পাওয়া গেল পর্দার রাঘবেন্দ্র,ভূপালচন্দ্রদের।
5/11বাবামশাইয়ের সঙ্গে প্রসন্নময়ী সোমাশ্রী ভট্টাচার্য। লাল রঙের গাউনে দুর্দান্ত লাগল প্রসন্নকে।
6/11রাসমণি পরিবারের খুদে সদস্যা অশমি ঘোষও হাজির ছিলে্ন এদিন অনুষ্ঠানে। এদিন শাড়িতে পাওয়া গেল অশমিকে। মথুরকে জড়ি ধরে ছবি তুললেন তিনিও। বললেন- ‘মিষ্টি বর গৌরব’।
7/11জগদম্বা, ভবতারিনী এবং প্রসন্নময়ী….
8/11সেলফি মুডে অভিনেত্রী সৌম্যশ্রী ও রসনি। অফস্ক্রিনে দারুণ বন্ধু দুজনে।
9/11প্রাক্তন জগদম্বা সম্পূর্ণার সঙ্গে লেন্সন্বদি অশমি, রয়েছেন ধ্রুব।
10/11রাসমণি পরিবারের পুরুষ ব্রিগেড। খাওয়ার টেবিলে বসে দেদার আড্ডায় মশগুল সকলে।
11/11গৌরব-দেবলীনার আগমী জীবনের পথচলা সুখের হোক এই প্রার্থনাই রই গোটা টিমের তরফে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.