বাংলা নিউজ >
ছবিঘর >
আবির,প্রিয়াঙ্কা থেকে গৌরব-দেবলীনা, SVF পরিবারের সরস্বতী পুজোয় টলি তারকাদের ভিড়
আবির,প্রিয়াঙ্কা থেকে গৌরব-দেবলীনা, SVF পরিবারের সরস্বতী পুজোয় টলি তারকাদের ভিড়
Updated: 16 Feb 2021, 07:16 PM IST
লেখক Priyanka Mukherjee
- বাণীবন্দনায় মেতে উঠেছে গোটা টলিপাড়া। সস্ত্রীক এসভিএফের অফিসে হাজির আবির, ছেলের হাত ধরে পৌঁছালেন প্রিয়াঙ্কা।
1/10বাণীবন্দনায় ব্রতী টলিউডের প্রত্যেক প্রযোজনা সংস্থা, বাদ গেল না শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও। আর SVF-এর পুজোয় ভিড় জমালেন টলি তারকারা।
2/10নবদম্পতি গৌরব-দেবলীনা পৌঁছেছিলেন প্রযোজনা সংস্থার কসবা স্থিত অফিস। হলুদ শাড়িতে ঝলমল করলেন দেবলীনা। একই রঙা পাঞ্জাবিতে হাজির গৌরব।
3/10হলুদ শাড়িতে মিষ্টি লাগল স়ঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে।
4/10মানামী,ইশা,সঞ্জনাদের সঙ্গে অনিন্দ্যর সেলফি।
5/10বাগদেবীর আরাধনায় নীল-গোলাপি শাড়িতে সাজলেন ঊষসী, সাদা শাড়িতে তাক লাগালেন ইশা।
6/10বসন্ত পঞ্চমীতে শ্বেত বসনই পছন্দ তনুশ্রীর, পায়েল আবার মাল্টি কালার চেক শাড়িতে তাক লাগালেন।
7/10আবির (অর্জুন চক্রবর্তী) মিসিং তবে সোনাদা আর ঝিনুক কিন্তু রয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
8/10সাবেকি লাল পাড় সাদা শাড়িতে সুন্দরী মনামী। ছেলে সহজকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা। তাঁরও পছন্দের রঙ লাল-সাদা।
9/10সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে। টলিউডের তরুণ প্রেমিক জুটি ঋদ্ধি-সুরঙ্গনা।
10/10পুজোর ফাঁকে অনিন্দ্যর ছবি পুজো।
অন্য গ্যালারিগুলি