টেক মাহিন্দ্রার ব্যবসায়িক প্রসপেক্ট ভাল। তাই আগামিদিনে শেয়ার বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষা। ফের বাড়বে এই শেয়ারের দাম। তবে এখনই কেনা নয়। কত দামে কেনা উচিত্ হবে?
1/5শেয়ার বাজারে এখন সময়টা ভাল নয়। বিশেষত, চাপে আছে টেক সংস্থাগুলির শেয়ার। ২০২২ সালের শুরু থেকেই টেক মাহিন্দ্রার শেয়ারের দাম নিম্নমুখী হয়েছে। চলতি বছরেই (YTD) এই আইটি স্টক ১,৭৮৪ টাকা থেকে কমে ১,১০৮ টাকায় লেভেলে নেমে এসেছে। অর্থাত্, প্রায় ৪০% হ্রাস পেয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5তবে, বিশেষজ্ঞদের মতে, এটা সাময়িক। অন্যান্য সব সংস্থার মতোই কমেছে শেয়ার দর। তাছাড়া বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়া, কর্মীদের উচ্চ অ্যাট্রিশন রেট ইত্যাদির প্রভাব পড়েছে এই শেয়ারে। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
3/5টেক মাহিন্দ্রার ব্যবসায়িক প্রসপেক্ট ভাল। তাই আগামিদিনে শেয়ার বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষা। ফের বাড়বে এই শেয়ারের দাম। তবে এখনই কেনা নয়। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5এসএমসি গ্লোবালের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট মুদিত গোয়েলের কথায়, আরও কিছুটা পড়তে পারে টেক মাহিন্দ্রার শেয়ার দর। কত দামে কেনা যেতে পারে? ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। ১,০০০-১,০৫০ টাকার মধ্যে শেয়ারটি কেনা যেতে পারে। দাম ৯৫০ টাকাতেও নামতে পারে। এমন সুযোগ বুঝে কিনতে হবে। সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে ভালো মুনাফা করা যাবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)