Tejas LCA Mk-1A Latest Update: মার্কিন সংস্থার জেরে মাথায় হাত ভারতের, তবে এবার শুরু হবে তেজসের গুরুত্বপূর্ণ ট্রায়াল
Updated: 25 Dec 2024, 07:50 AM IST২০২৪-২৫ অর্থবর্ষে বায়ুসেনাকে ১৬টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কথা ছিল হ্যাল-এর। তবে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের জেরে সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে হ্যাল। তবে জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে নতুন তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফটের গুরুত্বপূর্ণ ট্রায়াল শুরু হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি