Tejasswi Prakash-Sussanne Khan: বৃহস্পতিবার সুজান খানের জন্মদিন পার্টিতে যোগ দিয়েছিলেন তেজস্বী প্রকাশ এবং প্রেমিক করণ কুন্দ্রা। তেজস্বী এবং সুজান পার্টির অন্দরের একাধিক ছবি শেয়ার করেছেন-
1/6জন্মদিনে বিরাট পার্টি করেছেন ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান। তাঁর বর্তমান প্রেমিক আরসালান গোনিও পার্টিতে হাজির ছিলেন। পার্টির অন্দরের একাধিক ছবি ধীরে ধীরে নেটমাধ্যমের পাতায় শেয়ার করছেন সুজান। (ছবি ইনস্টাগ্রাম)
2/6হৃতিক রোশনের প্রাক্তন স্ক্রী সুজান খানের জন্মদিন পার্টিতে হাজির ছিলেন তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রাও। বলিউডের এই পাওয়ার কাপলকে এ দিন সাদা-কালো পোশাকে দেখা মেলে। এ দিন সুজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পোস্ট করেন তেজস্বী।
3/6পার্টিতে সুজানকে জড়িয়ে ধরে রয়েছেন তেজস্বী। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সুন্দরী মনের মতো বোন। যে দিন দিন আরও ছোট হচ্ছে। শুভ জন্মদিন ভালোবাসা @suzkr।’
4/6সুজান মন্তব্য বিভাগে ধন্যবাদ জানিয়েছেন তেজস্বীকে। করণ কুন্দ্রা মন্তব্য করেছেন, ‘সুখী মানুষ’। সুজানের জন্মদিন পার্টিতে বেশ বোল্ড লুকে দেখা মিলেছে তেজস্বীর। কালো পা চেরা পোশাকে সুপার হট লুকে ছবি শেয়ার করেছেন তিনি।
5/6বয়ফ্রেন্ড কুন্দ্রার সঙ্গেও এ দিন ছবি পোস্ট করেন তেজস্বী। নেটমাধ্যমে তাঁদের পিডিএ বরাবরই নজর কাড়ে ভক্তদের।
6/6এ দিন পার্টিতে হলুদ স্কার্ট এবং সাদা টপ পরে দেখা মেলে সুজানের। ‘বয়স বেড়ে যাওয়ার ভয়। আমি অল্পবয়সীই ভালো…. সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসি।' ৪৪-এর জন্মদিনে মিষ্টি পোস্ট করেছেন ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান। যদিও এই পার্টিতে হৃতিক রোশনের দেখা মেলেনি।