Television history and facts: দর্শককে শিক্ষিত ও প্রভাবিত করার পিছনে টিভির ভূমিকা অস্বীকার করা যায় না। বিশ্ব টেলিভিশন দিবস সে কারণেই পালিত হয়। তবে টিভি আবিষ্কার হয়েছিল গত শতাব্দীর গোড়ার দিকেই।
1/8সারা বিশ্ব ২১ নভেম্বর পালন করা হয় বিশ্ব টেলিভিশন দিবস। ১৯৯৬ সালে জাতিসংঘ এই দিনটি পালন করা শুরু করে। (Unsplash)
2/8তবে টিভি আবিষ্কার হয়েছিল অনেক আগেই। ১৯২৭ সালে সানফ্রান্সিসকোর একটি তরুণ ছেলে আবিষ্কার করে টিভি। (Unsplash)
3/8ফিলো টেলর ফ্রান্সওয়ার্থ মাত্র ২১ বছর বয়সে আবিষ্কার করে এই যন্ত্র । ১৪ বছর বয়স পর্যন্ত সে একটি বিদ্যুৎবিহীন বাড়িতে থাকত । স্কুলে পড়ার সময় থেকেই চলমান ছবি দেখা যায় এমন যন্ত্র আবিষ্কারের দিকে ঝোঁক ছিল তাঁর। (Unsplash)
4/8এরপরেই আমেরিকান সংস্থা আরসিএ টিভি তৈরির জন্য ৫০ মিলিয়ন ডলার খরচ করে। টিভির পেটেন্টের বদলে ফ্রান্সওয়ার্থকে একটি বড় অঙ্কের অর্থও দেওয়া হয়। এরপরেই ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে টিভি। (Unsplash)
5/8দর্শককে শিক্ষিত ও প্রভাবিত করার পিছনে টিভির ভূমিকা অস্বীকার করা যায় না। সেই ভূমিকাকে গুরুত্ব জানাতেই জাতিসংঘ ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করে। (Unsplash)
6/8ফোন ও ওয়েব সিরিজ আসার আগে পর্যন্ত টিভিই ছিল দর্শকদের একমাত্র বিনোদন। (Unsplash)
7/8বর্তমানে ফোনের মাধ্যমেই যেকোনও জায়গায় যে কোনও সময় নিজের প্রিয় সিনেমা দেখা যায়। (Unsplash)
8/8তবে বাড়ির সবার সঙ্গে বসে সুন্দর সময় কাটাতে চাইলে টেলিভিশনের বিকল্প মেলা ভার। (Unsplash)