WB Winter and Weather Forecast Update: ২ দিনে বাংলায় পারদ পড়বে ৫ ডিগ্রি! শেষবেলায় ‘ঝাঁকুনি’ দেবে ঠান্ডা, কুয়াশা পড়বে?
Updated: 06 Feb 2025, 05:37 PM ISTমাঘেই শীত কার্যত গায়েব হয়ে গিয়েছে। রীতমতো পাখা চালাতে হচ্ছে। তবে শেষবেলায় কিছুটা ‘ঝাঁকুনি’ দেবে ঠান্ডা। দু'দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি