কেউ কেউ আজকের লুকের সাথে মিল খুঁজে পেয়েছেন চট করে…
1/5‘দ্য কপিল শর্মা শো’-র দৌলতে ঘরে ঘরে পরিচিত মুখ সুমনা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন। এবার তিনি শেয়ার করলেন ছোটবেলার দুটি ছবি।
2/5দেখুন তো আজকের সুমনার সাথে কোনও মিল খুঁজে পেলেন কি না! ছবি দুটি খুব মিষ্টি লেগেছে নেটপাড়ার। তবে, কপিলের আন্দাজে কেউ কেউ বাঙালি অভিনেত্রীর পিছনে লাগার সুযোগ ছাড়েননি। সবুজ পোশাকে সুমনাকে দেখে কমেন্ট করেছেন, ‘কপিল ঠিকই বলে বড় ঠোঁট, সেই ছোট থেকেই।’
3/5আমির খান, মণীষা কৈরালার ‘মন’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ২০১১ সালে ‘বাড়ে আচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পান।
4/5এছাড়াও ‘কস্তুরী’, ‘কসম সে’-র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’-তে অকাধিক চরিত্রে হাসিয়েছেন দর্শকদের। রণবীরের ‘বরফি’ এবং সলমনের ‘কিক’ ছবিতে দেখা মিলেছে তাঁর।
5/5২০১১ সালে এন্ডোমেট্রিওসিস নামক জরায়ুর এক বিশেষ রোগ ধরা পড়ে সুমনার শরীরে, গত মে মাসেই এই কথা জানিয়েছিলেন অভিনেত্রী। ভালো খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এবং নিজেকে চিন্তা মুক্ত রাখার মাধ্যমে এই রোগের সঙ্গে লড়াই করেছন তিনি ।